থাইল্যান্ডে আরো ৩২ বাংলাদেশি উদ্ধার

প্রকাশঃ মে ১০, ২০১৫ সময়ঃ ৯:৫২ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:২৫ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

thailandথাইল্যান্ডে আরো ৩২ অবৈধ বাংলাদেশি অভিবাসীকে উদ্ধার করা হয়েছে।

শনিবার দেশটির শংখলা প্রদেশের হাত ইয়াই ও রাত্তাফাম জেলার খায়ো কেও পবর্তের পাদদেশ থেকে তাদের উদ্ধার করে থাই পুলিশ।

ব্যাংকক পোস্টের খবরে বলা হয়, উদ্ধার হওয়া ৩২ বাংলাদেশি অভিবাসীর সবাই পুরুষ। তারা থা চামুয়াং বনের একধার দিয়ে হেঁটে অন্যত্র পালিয়ে যাচ্ছিলেন। তাদের সবাইকে ক্লান্ত ও ক্ষুধার্ত দেখাচ্ছিল। উদ্ধারের পর তাদের স্থানীয় একটি স্কুলে নেওয়া হয়। ওই আশ্রমেই এর আগে উদ্ধার হওয়া আরো ১১৭ অবৈধ অভিবাসীও রয়েছেন।

উল্লেখ্য, এর আগে স্থানীয় সময় শুক্রবার ওই এলাকা থেকেই ৯১ বাংলাদেশিসহ ১১১ অবৈধ অভিবাসীকে উদ্ধার করে থাইল্যান্ডের পুলিশ।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G