থুতু আমার গায়েই পড়বে!

প্রকাশঃ সেপ্টেম্বর ১৮, ২০১৫ সময়ঃ ২:৩৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৩৭ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

saleh imranগত কয়েকদিন ধরে পুলিশের আচরণ নিয়ে ঝড় বইছে সামাজিক যোগাযোগের মাধ্যমে। পুলিশের বেশ কিছু আচরণে শুধু সাধারণ জনগণই নয় ক্ষুদ্ধ্ব প্রতিক্রিয়া জানিয়েছেন পুলিশ বাহিনীর অনেকেই। সালেহ ইমরান নামে এক পুলিশ সদস্য কিছু পুলিশের এমন আচরণে ক্ষুদ্ধ্ব হয়ে তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। তার স্ট্যাটাসটি হুবুহ প্রতিক্ষণের পাঠকদের জন্য তুলে ধরা হল।
গত পরশু এক পঙ্গু ব্যাক্তির হাতে হাতকড়া পড়ানোর ছবি দেখে জাতি হাতে তালি দিল। তার একদিন না পেরুতেই দেখা গেলো আর এক দুধের শিশুকে রাখা হয়েছে থানা হাজাতে।

বলার ভাষা খুজে পাচ্ছি না . . .
কারণ আমিও তো . . . .
যেদিকেই থুতু ছিটাই না কেন তা যে আমার গায়েই পড়বে!

একের পর এক পত্রপত্রিকা মাধ্যমে পুলিশের নেতিবাচক খবর পড়ে এদের কি একটুও বোধদয় হয় না! এরা কি অন্ধ! এরা কি জানেনা মানুষ এখন আগের চেয়ে অনেক অনেক বেশী সচেতন! এরা কি জানেনা একটা ক্যামেরা মানে লক্ষ কোটি চোখ।

সকল পুলিশ সদস্য এবং সরকারি কর্মকর্তা – কর্মচারীদের যত দ্রুত সম্ভব ফেসবুকের মাধ্যমে জনসম্পৃক্ত করা বাধ্যতামূলক। সেই সাথে আপডেট থাকার জোর দাবি জানাচ্ছি সরকারের কাছে।

প্রতিক্ষণ/এডি/এনজে

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G