দশ বিশিষ্ট ব্যক্তিকে হত্যার হুমকি

প্রকাশঃ মে ২১, ২০১৫ সময়ঃ ৯:৪৭ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৪২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

10 hotta আনসারুল্লাহ বাংলাটিম-১৩ নামে একটি আল কায়েদা সংশ্লিষ্ট জঙ্গী সংঠন দেশের ১০ বিশিষ্ট ব্যক্তিকে হত্যার হুমকি দিয়েছে। জগন্নাথ হলের প্রাধ্যক্ষকে ডাকযোগে পাঠানো ইংরেজী ভাষায় লেখা চিঠির মাধ্যমে এই হুমকি দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, ঢাবির জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অসীম সরকার, ড. জাফর ইকবাল ও গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকারসহ ১০ বিশিষ্ট ব্যক্তিকে হত্যার হুমকি দেয়া হয়েছে।

ঢাবির প্রক্টর অধ্যাপক ড. এ এম আমজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ ব্যাপারে শাহবাগ থানায় অসীম সরকারের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।’

তিনি বলেন, ‘বুধবার সকালে ঢাবি উপাচার্য এবং জগন্নাথ হলের প্রাধ্যক্ষকে ডাকযোগে পাঠানো ইংরেজী ভাষায় লেখা চিঠির মাধ্যমে ওই হুমকি দেওয়া হয়।’জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক অসীম সরকারও চিঠির বিষয়টি নিশ্চিত করেছেন। আনসারুল্লাহ বাংলাটিম-১৩ গ্রুপের পাঠানো চিঠিতে বলা হয়েছে, ‘মাস্ট ইউ উইল প্রিপেয়ার ফর ডেড।’

এর নিচে ক্রমানুসারে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম (এন্টি ইসলাম.এ্যাডভাইজার), ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক (আই.দুসমুন.ভিসি), তারানা হালিম (নাস্তিক), জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অসীম সরকার (হিন্দু মৌলবাদী), ডা. ইমরান এইচ সরকার (ব্লগার), কাবেরী গায়েন (আই.এনিমি.ডিইউ), বিকাশ সাহা (আই.দুসমুন), ইকবালুর রহিম (আই.দুসমুন), পলান সুতার (এন্টি বাংলাদেশ.র.এ্যাডভাইজার) ও অধ্যাপক ড. জাফর ইকবাল (সেক্যুলার)
এর নাম লেখা রয়েছে।

অসীম সরকার বলেন, ‘আমি শঙ্কিত। আমাকেসহ ১০ জনকে আনসারুল্লাহ বাংলাটিম-১৩ গ্রুপের পাঠানো একটি চিঠিতে হত্যার হুমকি দেওয়া হয়েছে। সেখানে আমাকে হিন্দু মৌলবাদী আখ্যায়িত করে লাল কালিতে চিহ্নিত করে মৃত্যুর হুমকি দেওয়া হয়েছে। এই হুমকির বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রক্টরকে জানিয়েছি।’
প্রতিক্ষণ/এডি/নির্ঝর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G