দাঁত দিয়ে নখ কাটছেন ?
ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডট কম
কথা বলছেন অথচ হাতের আঙুলগুলো মুখের ভেতর। দাঁত দিয়ে কেটেই চলছেন আঙুলের নখ। এমন চিত্র প্রায়ই দেখা যায়।
গবেষকরা বলছেন, আপনি যা চিন্তা করছেন তার থেকে বরং এ ধরনের কর্মগুলোর মাধ্যমেই আপনার ব্যক্তিত্বের বেশি প্রকাশ ঘটছে।
কানাডার মন্ট্রিল বিশ্ববিদ্যালয়ের একদল গবেষকের মতে, সাধারণত অস্থির প্রকৃতির লোক কিংবা যারা কোন বিষয়ে খুব সহজেই হতাশ হয়ে পড়েন তারাই এ ধরণের কাজের প্রতি আসক্ত হয়ে পড়েন।
ওই প্রবন্ধে জানানো হয়, গবেষকরা ৪৮জন অংশগ্রহণকারীর সঙ্গে দাঁত দিয়ে নখ কাটা, আঙুল দিয়ে শরীরের বিভিন্ন অংশ আঁচড়ানো এবং চুল নিয়ে টানাটানি করার মতো বিষয় নিয়ে কথা বলেছেন। যাদের অর্ধেকেই স্বীকার করেন তারা এ ধরণের কাজ করে থাকেন। আর বাকীরা বিষয়টিকে নিয়্ন্ত্রণ করেন।
মন্ট্রিল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের অধ্যাপক ও গবেষণাকর্মের প্রধান ড. কিরণ ওকন্নর বলেন, এই ধরনের আচরণের সঙ্গে জড়িত থাকার অর্থ হলো সেই ব্যক্তি স্বাভাবিকভাবে কোনো কাজ করতে পারছেন না।
প্রতিক্ষণ/এডি/রবি