দাম বেড়েছে ছোলা,পেঁয়াজ ও পাম অয়েলের
ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:
রমজানের দ্বিতীয় সপ্তাহে আলু, বেগুন, পটল, মরিচসহ কাঁচা সবজি ও মাছ-মাংসের বাজারদর স্থিতিশীল থাকলেও বাড়িয়ে দেওয়া হয়েছে পাম অয়েল, ছোলা, খেসারি, কালাই ও পেঁয়াজের দাম।
রাজধানীর কারওয়ান বাজারের ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ ভবনে রফতানি উন্নয়ন ব্যুরোর সম্মেলন কক্ষে ৮ জুন রমজানে নিত্যপণ্যের মজুদ পর্যালোচনা সভায় ব্যবসায়ীরা সরকারকে আশ্বাস দিয়েছিলেন যে, রোজায় নিত্যপণ্যের দাম বাড়াবেন না। নিত্যপণ্যের পর্যাপ্ত মজুদ আছে। কিন্তু দুই সপ্তাহ বাদেই সে কথার বরখেলাপ করলেন ব্যবসায়ীরা।
খুচরা বাজারে পাম অয়েলের দাম কেজিতে দুই টাকা বৃদ্ধি পেয়েছে। এ ছাড়া ছোলা কেজিপ্রতি তিন থেকে পাঁচ টাকা, খেসারি-কালাইয়ের ডালের দাম চার থেকে পাঁচ টাকা বৃদ্ধি পেয়েছে।অন্যদিকে পেঁয়াজের দামও ক্ষেত্র ভেদে কেজি প্রতি চার থেকে পাঁচ টাকা বাড়িয়ে ৪২ থেকে ৪৮ টাকা করা হয়েছে।
শুক্রবার রাজধানীর গোপীবাগ, মতিঝিল এজিবি কোলনি বাজার, কমলাপুর ও রামপুরার বনশ্রী কাঁচাবাজারে খোঁজ নিয়ে এ তথ্য পাওয়া গেছে।
প্রতিক্ষণ/এডি/জুয়েল