সারদিনের খাটুনি শেষে বাসায় গিয়ে এক চিলতে শান্তি মেলে। তাইতো ঘরের রঙ, নকশা আর আলোকসজ্জা হতে হয় আরামদায়ক। আসবাবগুলো সাজাতে হয় এমনভাবে যেন চোখের পাশাপাশি মনেও এনে দেয় সস্তির পরশ।
বাবা, মা আর ছোট্ট মেয়ে- ৩ জনের পরিবারের জন্য চমৎকার একটা ঘরের নকশা করেছেন স্থপতি জোভান জাহর্ডনি। বেলারুশের রাজধানী মিনস্কে এই ফ্ল্যাটটির অবস্থান। বাবা-মা আর সন্তানের আলাদা জগত থাকে। এই দুই জগতের মাঝে নান্দনিক ভারসাম্য বজায় রাখার চেষ্টা করেছেন তিনি।
দেয়ালের হালকা রঙের মাঝে অল্প কিছু গাঢ় রঙের আসবাবের উপস্থিতি ঘরটিতে এনে দিয়েছে অন্যরকম এক ব্যঞ্জনা। কাঠের শৈলীতে মেঝে সাজানো হয়েছে, যা ধ্যান বা মেডিটেশনের জন্য সবচেয়ে বেশি উপযোগী।
‘হোম ইস হয়ার দ্য হার্ট ইজ’- আধুনিক স্থাপত্যকলায় এটাকেই পারিবারিক জীবনের মূলমন্ত্র হিসেবে মনে করা হয়। পর্দা, দেয়াল আর আসবাবে কোমল রংকে প্রাধান্য দেয়া হয়েছে। বইয়ের তাক গুলকে রাঙ্গানো হয়েছে শুধু লাল রঙে। কফির টেবিলটা আয়না সম্বলিত। ঘুমঘর, খেলাঘর আর পড়াঘর- ছোট্ট মেয়েটার ঘরটা এই তিন ভাগে ভাগ করা হয়েছে।