দিনাজপুরের পাথর যাবে পদ্মা প্রকল্পে
জেলা প্রতিনিধি
দেশের একমাত্র খনি দিনাজপুরের মধ্যপাড়া কঠিন শিলা প্রকল্প থেকে পাথর নিতে আগ্রহ প্রকাশ করেছে পদ্মা সেতুসহ দেশের মেগা প্রকল্পের প্রতিনিধিরা।
আগামী তিন মাসে ৬০ হাজার টন বোল্ডার পাথর কিনবে পদ্মা বহুমুখী সেতুর ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ও সিনো হাইড্রো কর্তৃপক্ষ। এর মধ্য দিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নের দ্বার উন্মোচনের নতুন সম্ভাবনা দেখা দিয়েছে।
গত ৩০ এপ্রিল সরকারের সেতু বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম নেতৃত্বে মধ্যপড়া পাথর খনি পরিদর্শনে আসেন পদ্মা সেতু প্রকল্পের পরিচালক শফিকুল ইসলাম, চিফ ইঞ্জিনিয়ার কবির আহমেদ, সুপারেন্টেডেন্ট ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ও সিনো হাইড্রোর কর্মকর্তারা।
প্রকৌশলী মোহাম্মদ আবুল বাশার মধ্যপাড়া খনির ওপর এবং পাথরের মান সংক্রান্ত বিভিন্ন ডকুমেন্টারি প্রদর্শন করেন। পরে খনির ব্যবস্থাপনা পরিচালকের নেতৃত্বে প্রতিনিধিদল খনির খনির ভূগর্ভ পরিদর্শন করেন।
পদ্মা সেতু প্রকল্পের নদী শাসন ও মূল সেতু নির্মাণে প্রয়োজন হবে প্রায় ৫০ থেকে ৭০ লাখ টন পাথর। চার বছরে এ পাথর লাগবে। চার বছরে এ খনি থেকে উৎপাদিত হবে প্রায় ৫২ লাখ টন পাথর।
মধ্যপাড়া খনির পাথর বিক্রি নিয়ে যে সমস্যা ছিল এই প্রতিনিধি দলের সফরে তা অনেকাংশেই কেটে যাবে। পদ্মা সেতু নির্মাণে মধ্যপাড়া খনির ৩০ শতাংশ পাথর ব্যবহারের পদ্মাসেতু ৫০ শতাংশ পাথর ব্যবহার হতে পারে বলে তিনি আশা করছেন।
এছাড়া ঢাকা এলিভেটেড ওয়ে পিপিপি, কর্ণফুলি নদীর তলদেশে বহুলেন টানেল প্রকল্পের প্রতিনিধিসহ আবুল মোনায়েম কোম্পানি মধ্যপাড়া খনির পাথর ব্যবহারে আশ্বাস দিয়েছে।
প্রতিক্ষণ/এডি/নুর