দিনাজপুরে মে দিবস পালিত

প্রকাশঃ মে ১, ২০১৭ সময়ঃ ৮:৩৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৩৭ অপরাহ্ণ

ভূপেন্দ্র নাথ রায়, দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুর শহরে মোটর পরিবহণ শ্রমিক ইউনিয়নের আয়োজনে মহান মে দিবস পালিত হয়েছে।

আজ সোমবার সকাল ৯ টায় জেলা মোটর পরিবহণ শ্রমিক ইউনিয়ন কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের চৌরঙ্গী, মালদহপট্টী, মুন্সীপাড়া, লিলি মোড়, কোতয়ালী থানা হয়ে আবার কার্যলয়ের সামনে এসে শেষ হয়।

র‌্যালি শেষে কার্যালয়ের সামলে সমাবেশের আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ জনাব ইকবালুর রহিম এমপি।

অনুষ্ঠানে ইকবালুর রহিম এমপি শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, বর্তমান সরকার শ্রমিকদের উন্নয়ন এবং স্বার্থে সবকিছু করে যাচ্ছে যা বিগত সরকার করতে পারেনি।

বক্তৃতা শেষে প্রধান অতিথি দিনাজপুর জেলা ইউনিয়ন কর্তৃক নির্ধারিত এবং তালিকাভূক্ত ৬৪ শ্রমিক পরিবারকে নগদ এককালীন ৩০ হাজার টাকা করে অনুদান দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা পুলিশ সুপার জনাব মোঃ হামিদুল আলম, দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ ফজলে রাব্বীসহ দিনাজপুর জেলার সকল মোটর পরিবহণ শ্রমিকগণ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি এম, রফিক।

প্রতিক্ষণ/এডি/সাই

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G