দুই বাংলাদেশিকে গুলি করলো বিএসএফ  

প্রকাশঃ মার্চ ৩১, ২০১৫ সময়ঃ ১:১৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:১৭ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

বিএসএফকুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চল্লিশপাড়া গ্রামে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি গরু ব্যবসায়ী আহত হয়েছেন। মঙ্গলবার (৩১ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন-চল্লিশপাড়া গ্রামের সোলেমানের ছেলে বাবু শেখ (২৪) ও একই গ্রামের হানিফ মিয়ার ছেলে কাসেম (২৩)।

কুষ্টিয়া বিজিবির ৪৭ ব্যাটালিয়্ন কমান্ডার আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার রাতে ওই দুই গরু ব্যবসায়ী সীমান্ত পার হয়ে ভারতের রামকৃষ্ণপুর এলাকায় গরু আনতে যান। ভোরে তারা গরু নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে আসার সময় সীমান্ত পার হলে বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে ওই দুই গরু ব্যবসায়ী পায়ে গুলিবিদ্ধ হন।

ওই অবস্থায় তারা কিছুদ‍ুর আসার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

 

 

প্রতিক্ষণ/এডি/জেমস

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G