টাঙ্গাইলে সংঘর্ষে নিহত ১

প্রকাশঃ মে ২০, ২০১৫ সময়ঃ ৯:২৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:০৭ অপরাহ্ণ

জেলা প্রতিনিধি

Tangail Deldure Picটাঙ্গাইলের দেলদুয়ারে গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে এক জন নিহত হয়েছে। বুধবার মসজিদের সীমানা নিয়ে দু’দল গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় মোশারফ মিয়া (১৬) নিহত হন।

আহতদের মধ্যে ১২ জনকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকাল সাড়ে ১০টার দিকে গজিয়াবাড়ি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁন মিয়া জানান, স্থানীয় মসজিদের জায়গা নিয়ে গজিয়াবাড়ি গ্রামবাসীর সাথে  হিঙ্গানগর চরপাড়া গ্রামের লোকজনের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিরোধের জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে মোশারফ মিয়া নিহত হয়। এতে আহত হয় আরো ২০ জন।

নিহত মোশারফের লাশ ময়নাতদন্তের জন্যে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। আহতরা হলেন, গজিয়াবাড়ি গ্রামের আজাহার মিয়ার ছেলে লাবু মিয়া (২৫) খালেক মিয়ার ছেলে রেজাউল করিম (৩৫), মৃত হেফাজ উল্লার ছেলে কালু মিয়া (৬৫), আলীম মিয়ার ছেলে সাইফুল (৪০), রফিকউল্লার ছেলে আব্দুল হক (৫০), তুলা মিয়ার ছেলে মজিবর (৪৫), হায়াত আলীর ছেলে দলা মিয়া (৫০), গজিয়া বাড়ী গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে ওমর আলী (৩২), আনোয়ার হোসেনের ছেলে আলামিন মিয়া (২০), মুন্নাফ মিয়ার ছেলে বান্দু মিয়া (৬০), সইনউদ্দিনের ছেলে শামসুল মিয়া (৪৫), লালচান মিয়ার ছেলে আব্দুল আলিম (৩৫) আহত হয়।

আহতদের দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আব্দুল হক, বান্দু মিয়া ও মজিবরকে উন্নত চিকিৎসার জন্যা টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখাতে দেলদুয়ার থানা পুলিশ ও টাঙ্গাইল র‌্যাব ১২ ঘটনাস্থলে অবস্থান নিয়েছে।

প্রতিক্ষণ/এডি/নির্ঝর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G