দুর্গাসাগর এ যেন পর্যটকের দেশ
রবিউল ইসলাম, প্রতিক্ষণ ডট কম
বিশাল এক দীঘি, মাঝে সুন্দর একটি দ্বীপ। সু-বিশাল সিমেন্টের প্রশস্ত ঘাটলা, দ্বীপে পাখিদের কলকাকলি।
দীঘির পাড় ঘেঁষে সরু রাস্তা, রয়েছে বসার বেঞ্চ, আর সবুজ গাছগাছালি প্রকৃতি প্রেমীদের দেয় অনাবিল সুখ।
বাংলাদেশের দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ দীঘি ‘দুর্গাসাগর-এ যেন পর্যটকের দেশ’।
২ হাজার ৫’শ হেক্টর আয়তনের দুর্গাসাগর দীঘিকে সাগর বলে কল্পনা করা হলে মাঝখানের টিলাটিকে মনে হবে যেন একটি দ্বীপ।
বাতাসের বেগে এ সাগরে ওঠে ঢেউ । আর সেসব ছোট ছোট ঢেউয়ে ভেসে ওঠে পাড়ের বৃক্ষরাজের ছায়া।যেন কোনও কবির লেখা কবিতার বইয়ের প্রচ্ছদ।
একসময় বরিশাল পরিচিতি ছিল প্রাচ্যের ভেনিস নামে। শস্য আর সম্পদে ভরপুর ছিল বাংলার এই দক্ষিণাঞ্চল। সে সময়ে বর্মি আর পর্তুগিজ জলদস্যুদের লুণ্ঠনের শিকার হতে হতো এ অঞ্চলের সাধারণ মানুষদের। এরই পরিপ্রেক্ষিতে চন্দ্রদ্বীপ রাজবংশের কীর্তিমান পুরুষ রাজা রামচন্দ্র, শ্রীনগরে (বর্তমান মাধবপাশায় ) চন্দ্রদ্বীপের (প্রাচীন বরিশাল) রাজধানী স্থায়ীভাবে প্রতিষ্ঠা করেন।
রামচন্দ্রের সেই রাজত্ব আর রাজবাড়ির অনেক কিছু এখন আর দেখা না গেলেও কালের সাক্ষী হয়ে আজও টিকে আছে কয়েকটি দীঘি। আর সেই দীঘিগুলোর মধ্যে সবচেয়ে বড় দীঘিটি হলো দুর্গা সাগর। এটি শুধু বরিশালেরই নয়, বরং গোটা দক্ষিণাঞ্চলেরই সবচেয়ে বড় দীঘিগুলোর একটি।
রাজবংশের রাজা শিব নারায়ণের প্রজাবত্সল স্ত্রী রানী দুর্গাবতী ১৭৮০ খ্রিস্টাব্দে বিশাল এই দীঘি খনন করেছিলেন বলে জানা যায়।
আর তার নামেই এই দীঘিটির পরিচিত হয় দুর্গা সাগর নামে যেখানে মূলত দীঘিটির বিশালতা বোঝাতেই যোগ করা হয়েছিল সাগর শব্দটি।
বহুদিন থেকেই এ অঞ্চল এবং এ অঞ্চলে বেড়াতে আসা মানুষদের কাছে আকর্ষণীয় একটি স্থান হয়ে আছে দুর্গা সাগর দীঘিটি। পর্যটকদের এবং প্রকৃতি প্রেমীদের কাছে এটি চমৎকার একটি স্থান।
এখানে রয়েছে বেশ বড় আকারের সিমেন্টের প্রশস্ত ও পরিচ্ছন্ন ঘাটলা এবং দীঘির মাঝে সুন্দর একটি দ্বীপ যেখানে শীতকালে অতিথি পাখিদের কলকাকলিতে মুখরিত থাকে। যারা সৌখিন, মাছ ধরতে পছন্দ করেন তাদের জন্য এখানে রয়েছে টিকিট কেটে মাছ ধরার সুযোগ।
বরিশাল শহর থেকে বাসে সহজেই আধঘন্টা থেকে এক ঘন্টার মধ্যে আসা যায় এই দুর্গা সাগর দীঘিতে। নথুল্লাবাদ বাস টারমিনাল থেকে বরিশাল বানারিপাড়া অভিমূখী বাসে দূর্গা সাগরে এসে নামতে হবে। এ ছাড়া মাইক্রো, প্রাইভেট কার কিংবা স্কুটার যোগেও আসা যায় দুর্গা সাগর দীঘিতে।
প্রতিক্ষণ/এডি/রাজু