দুর্বল পররাষ্ট্রনীতির স্বীকার রাজ্জাক

প্রকাশঃ জুন ২৪, ২০১৫ সময়ঃ ৩:৩৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৪৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্ট :

সরকারের দুর্বল পররাষ্ট্রনীতি ও নতজানু অবস্থানের কারণেই বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) নায়েক আব্দুর রাজ্জাককে অপহরণের ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেছেন বিএনপিmahbubর স্থায়ী কমিটির সদস্য লে. জে.(অব.) মাহবুবুর রহমান।

বুধবার জাতীয় প্রেসক্লাবে অল কমিউনিটি ফোরামের আয়োজনে ‘জনগণের সরকার প্রতিষ্ঠায় জাতীয়তাবাদী শক্তির করণীয়’ শীর্ষক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

মাহবুবুর রহমান বলেন, বিজিবির নায়েক আব্দুর রাজ্জাককে মিয়ানমার অপহরণ করে নেওয়ার সাতদিন পার হয়ে গেলেও সরকার এখনো তাকে ফিরিয়ে আনতে পারেনি। এর একটাই কারণ সরকারের দুর্বল পররাষ্ট্রনীতি ও নতজানু অবস্থান।

দেশে দুর্নীতি ও দুর্বৃত্তায়নের রাজত্ব চলছে অভিযোগ করে মাহবুবুর রহমান বলেন, সরকারের লোকজন কালো টাকা সাদা করার জন্য মহান সংসদকে ব্যবহার করছেন। আর সংসদে মিথ্যাকে সত্য করে দিচ্ছেন। তাহলে  সংসদের নীতি-আর্দশ আজ কোথায় ?

বিএনপির বিরুদ্ধে ষড়ষন্ত্র চলছে উল্লেখ করে সিনিয়র এই নেতা বলেন, বিএনপির বিরুদ্ধে প্রতিনিয়ত ষড়ষন্ত্র চলছে।আর দলের মধ্যে থেকে যারা ষড়ষন্ত্র করছেন তাদেরকে চিহ্নিত করারও আহবান জানান তিনি।

তিনি বলেন, যতোই ষড়ষন্ত্র হোক যারা জিয়াউর রহমানের আর্দশকে লালন করেন সেই বিএনপিকে কখনো ধবংস করা যাবে না,সম্ভবও নয়।

মাহবুবুর রহমান বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আমাদের ভয়ের কিছু নেই। বিএনপি ফিনিক্স পাখির মতো ঘুরে দাঁড়াবেই।

প্রতিক্ষণ/এডি/ফাহিম



আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G