তাইওয়ানিজ দম্পতি হামলার শিকার

প্রকাশঃ নভেম্বর ৬, ২০১৫ সময়ঃ ৫:৪২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৫২ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

Taiwanese-couple-attacked-iরাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় গতকাল বৃহস্পতিবার রাতে দুই তাইওয়ানি নাগরিকের ওপর হামলার ঘটনা ঘটেছে।পুলিশ বলছে, ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে তাঁদেরই এক কর্মচারী এ ঘটনা ঘটিয়েছেন।

ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপকমিশনার (ডিসি) মুনতাসিরুল ইসলাম প্রতিক্ষণ কে বলেন, তাঁরা গত ১০ বছর ধরে উত্তরা ৪ নম্বর সেক্টরে এক বাসায় থাকছেন। বাংলাদেশে ব্যবসা করেন তাঁরা।

গতকাল রাত পৌনে ১২টার দিকে তাঁদের বাসায় ঢুকে তাঁদেরই এক ব্যবসায়িক কর্মচারীসহ কয়েকজন হামলা চালিয়েছে। তাঁদের মাথায় আঘাত করা হয়। বর্তমানে তাঁরা রাজধানীর এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন। মুনতাসিরুল আরও বলেন, হামলাকারীদের শনাক্ত করা গেছে। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

প্রতিক্ষণ/এডি/বিএ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G