দেশের দুই পুঁজিবাজারেই লেনদেনের উত্থান

প্রকাশঃ সেপ্টেম্বর ২, ২০১৫ সময়ঃ ৪:২০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:০৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

pujibazarটানা তিনদিন দর পতন শেষে দেশের দুই বাজারেই আজ বুধবার উত্থানে শেষ হয়েছে লেনদেন। তবে গতকালের তুলনায় আজ ডিএসইতে কমেছে লেনদেনের পরিমান। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৩৪৮ কোটি ৮২ লাখ টাকার। যা গতকালের তুলনায় ৭২ কোটি ৫১ লাখ টাকা বা ১৭ দশমিক ২১ শতাংশ কম। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ৪২১ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার।

আজ ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩০৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৯৮টির, কমেছে ৭২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৩৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭৬৩ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১৭৬ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৮২৫ পয়েন্টে।

একইসঙ্গে আজ এ স্টক এক্সচেঞ্জে ২৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক ৯৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫৯৩ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৬০টির, কমেছে ৫৯টি এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির।

প্রতিক্ষণ/এডি/ডিএইচ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

September 2024
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
20G