দেশের নবম বিভাগ হচ্ছে কুমিল্লা
কুমিল্লা জেলাকে বিভাগে উন্নীত করা হচ্ছে । আজ মঙ্গলবার একনেক সভায় প্রধানমন্ত্রী বিভাগটির নাম ‘ময়নামতি’ হিসেবে অনুমোদন করেন।
প্রস্তাবিত ‘ময়নামতি’ বিভাগে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনী জেলাসমূহ অন্তর্ভুক্ত হবে। বিভাগীয় দপ্তর হবে কুমিল্লায়। প্রাচীনকালে এই জনপদ সমতট নামে পরিচিত ছিল।
কুমিল্লা-১০ আসনের সাংসদ ও পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল জানান, এখন থেকে আর কোনো জেলার নামে বিভাগের নামকরণ করা হবে না। কোনো জেলাকে বিভাগে রূপান্তর করা হলে ওই এলাকার ঐতিহ্য, সংস্কৃতি বা সার্বিকভাবে সামঞ্জস্যপূর্ণ ও সুন্দর হয় এমন নামকরণ করা হবে।
২০১৫ সালের ২৫ মে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম বার্ষিকী উপলক্ষে কুমিল্লা টাউন হলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুমিল্লা জেলাকে বিভাগ করার ঘোষণা দেন।
এ অঞ্চলকে বিভাগ করার দাবী নিয়ে দীর্ঘদিন ধরে সোচ্চার ছিল স্থানীয়রা। এ অনুমোদনের মাধ্যমে তাদের দাবী বাস্তবায়ন হতে যাচ্ছে।
প্রতিক্ষণ/এডি/নাজমুল