দেশের স্বাস্থ্য খাতে বিটমিরের ভূমিকা প্রশংসনীয়

প্রকাশঃ মে ৭, ২০১৭ সময়ঃ ১১:২৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:২৪ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক :

স্বাস্থ্য সেবাকে আধুনিকায়ন করার ক্ষেত্রে আল্টাসাউন্ডের ভূমিকা অপরিসীম। আর এই আল্ট্রাসাউন্ড প্রশিক্ষণের মাধ্যমে দেশের স্বাস্থ্য সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বিটমির।

ডিপ্লোমা ইন মেডিকেল আল্ট্রাসাউড কোর্সের (ডিএমইউ) ৩৪, ৩৫ ও ৩৬ তম ব্যাচের কোর্স সম্পন্নকারী ছাত্রছাত্রীদের মধ্যে সনদপত্র বিতরণ এবং আল্ট্রাসাউন্ড বিষয়ক সাইন্টিফিক সেমিনারে এসব কথা বলেন বিশেষজ্ঞ ডাক্তাররা।

শনিবার সকাল ১১ টায় বিটমির কার্যালয়ে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনোগ্রাফী (বিএসইউ) এর সভাপতি এবং ন্যাশনাল ইনষ্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড অ্যালায়েড সায়েন্স (নিনমাস) এর সাবেক পরিচালক প্রফেসর (ডা:) মিজানুল হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটির প্রফেসর (ডা:) রফিকুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন ট্রান্সমিড লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ আকসানুল আলম এবং প্রফেসর ডাঃ মো: আব্দুস সালাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও ন্যাশনাল ইনষ্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড অ্যালায়েড সায়েন্সস (নিনমাস) এর চেয়ারম্যান ডা: এ.কে.এম. ফজলুল বারী।

প্রধান অতিথি প্রফেসর ডা: মিজানুল হাসান বলেন, ‘বিটমির চিকিৎসকদের আল্ট্রাসাউন্ড প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশের স্বাস্থ্য সেবায় উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। তিনি বিটমির এর সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং প্রতিষ্ঠানের উত্তরোত্তর উন্নতি কামনা করেন। তিনি আরও বলেন, সকল বিভাগের চিকিৎসকবৃন্দদের আল্ট্রাসনোগ্রাম শিক্ষা জরুরী।

বিশেষ অতিথি প্রফেসর (ডা:) রফিকুল ইসলাম বলেন, স্বাস্থ্য সেবাকে আধুনিকায়ন করার জন্য আল্ট্রাসাউড এর ভূমিকা স্বীকার করতেই হবে। আর এ ক্ষেত্রে বিটমির এর অবদানের ভূয়সী প্রশংসা করেন। নিউরোলজী বিভাগের চিকিৎসকবৃন্দকে আল্ট্রসনোগ্রাম, বিশেষ করে নিউরোসনোগ্রাফী শিক্ষার উপর তিনি বিশেষভাবে গুরুত্ব আরোপ করেন।

বিশেষ অতিথিবৃন্দ প্রশংসা করে বলেন যে, ‘আল্ট্রাসাউন্ড শিক্ষার ক্ষেত্রে বিটমির তথা বিটমিরের চেয়ারম্যান (ডাঃ)এ,কে,এম ফজলুল বারীর অবদান বাংলাদেশের চিকিৎসকবৃন্দ সব সময় মনে রাখবে। উনার লিখা বাংলাদেশের ১ম আল্ট্রাসনোগ্রামের উপর টেক্সট বই ‘Ultrasound & Color Doppler in Medical Science’বাংলাদেশের চিকিৎসা বিদ্যায় মাইলফলক হিসেবে কাজ করবে।

অনুষ্ঠানের সভাপতি বিটমির চেয়ারম্যান, সহযোগী অধ্যাপক ডাঃ বারী তাঁর বক্তৃতায় বলেন, Ultrasound Next To Stethoscope for a Doctor এই শ্লোগানকে সামনে রেখে আজ থেকে ১০ বছর আগে ২০০৭ সালে বিটমিরের পথ চলা শুরু হয়েছিল। হাঁটি হাঁটি পা পা করে বিটমির আজকের এই অবস্থানে এসেছে। আর তা সম্ভব হয়েছে ডাক্তার সমাজসহ বিটমিরের সকল শুভ্যানুধায়ীদের সার্বিক সহযোগিতার ফলে। এই সহযোগিতার জন্য বিটমিরের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানানো হয়। তিনি আরো বলেন, সকল শিক্ষানবিশ চিকিৎসকবৃন্দ এবং এমবিবিএস ছাত্রদের আল্ট্রাসাউন্ড শিক্ষা অত্যন্ত জরুরী। বিটমির থেকে এ পর্যন্ত ৬,০০০ (ছয়হাজার) চিকিৎসক সার্টিফিকেট ও ডিপ্লোমা কোর্স সফলতার সাথে সম্পন্ন করেছেন। তাদের সবাই দেশে ও বিদেশে বিভিন্ন হাসপাতালে যোগ্যতার সাথে কাজ করে যাচ্ছেন।

ডা: বারি বলেন, প্রতিনিয়ত আল্ট্রাসাউন্ডের যে আধুনিকায়ন ঘটছে তার সাথে ডাক্তার সমাজকে সর্বদা সম্পৃক্ত থেকে চিকিৎসা সেবার মান উন্নয়নের জন্য কাজ করতে হবে। এই সময় “আল্ট্রাসনোগ্রামের মাধ্যমে ক্যন্সার নির্ণয়ে”নতুন পদ্ধতির কথাও উল্লেখ করেন তিনি।

উপস্থিত ছাত্র ছাত্রীরা তাদের অভিমত ব্যক্ত করতে গিয়ে বলেন যে, বিটমির থেকে প্রশিক্ষণ গ্রহণ করে তারা আল্ট্রাসাউন্ড সম্পর্কে ব্যাপক জ্ঞান লাভ করেছেন এবং তাদের মধ্যে একটি আত্মবিশ্বাস জন্মেছে; যা ভবিষ্যৎ কর্ম ক্ষেত্রে সহায়ক হবে।

প্রতিক্ষণ/এডি/শারমিন

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G