দেশে লোডশেডিং নামে কোন শব্দ নেই!

প্রকাশঃ অক্টোবর ৩, ২০১৫ সময়ঃ ২:৩৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৩৪ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক

nosrulবিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, লোডশেডিং নামে কোনো শব্দ বাংলাদেশে নেই। লোডশেডিং মানে বিদ্যুতের ঘাটতি। দেশে বিদ্যুতের ঘাটতি নেই। আছে সাব স্টেশনের ঘাটতি।

আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে নাটোর শহরে রাজলংকা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনকালে সাংবাদিকদের এ কথা বলেন নসরুল হামিদ। ওই সময় তাঁর সঙ্গে ছিলেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল ওদুদ দারা, শফিকুল ইসলাম শিমুল, রাজলংকা পাওয়ার কোম্পানির কান্ট্রি ডিরেক্টর ধামাক্কাসহ বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা।

নসরুল হামিদ বলেন,আগামী তিন বছরের মাথায় পল্লী বিদ্যুতায়ন পর্যায়ে ৯০ শতাংশ জায়গায় বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে। ২১ সালের মধ্যে বিতরণ পর্যায়ে ৮০ ভাগ এলাকায় বিদ্যুৎ পৌঁছে যাবে। অবশিষ্ট ২০ ভাগ সোলার এবং নবায়নযোগ্য বিদ্যুৎ দ্বারা পূরণ করা হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, ‘আগেও বলেছি, আবাসিক খাতে আমরা কোনো গ্যাস দিব না। এ গ্যাস আবাসিক খাতে ব্যবহার করা মানে ওয়েস্টেজ অব এনার্জি (জ্বালানির অপচয়)।’ ওই সময় তিনি আরো বলেন, ‘আমরা আবাসিক খাতে এলপিজি ব্যবহার করব। ইন্ড্রাস্টি (কারখানা) খাতে পরিকল্পিত ইন্ডাস্ট্রি জোনে অবশ্যই আমরা গ্যাস দেব।’
প্রতিক্ষণ/এডি/এনজে

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G