‘দ্য ব্যাংকার’ ম্যাগাজিনের আলোচনায় গভর্নর
নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম
আবারো ‘দ্য ব্যাংকার’ ম্যাগাজিনের আলোচনায় এসেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও এশিয়া প্যাসিফিক অঞ্চলের শ্রেষ্ঠ গভর্নর ড. আতিউর রহমান। আর্থিক অন্তর্ভুক্তিতে ড. আতিউর রহমানের কার্যক্রম বিশ্বের ব্যাংক খাতের নজর কেড়েছে।
এ বিষয়ে লন্ডন থেকে প্রকাশিত দি ফ্যাইন্যান্সিয়াল টাইমস-এর ব্যাংক ও অর্থনীতি বিষয়ক ম্যাগাজিন ‘দ্য ব্যাংকার’ মার্চ সংখ্যায় আতিউর রহমানের একটি ছবি ও ক্যাপশন প্রকাশ করেছে।
ছবিতে বাংলাদেশ ব্যাংকের গর্ভনরকে বিশ্বে নতুন ধারার ব্যাংকিং প্রবর্তক হিসেবে ‘মোভারস অ্যান্ড শ্যাকারস’ শিরোনাম দেওয়া হয়েছে।
‘দ্য ব্যাংকার’ চলতি বছরের এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে আতিউর রহমানকে ২০১৫ সালের সেন্ট্রাল ব্যাংকার অব দ্য ইয়ার ঘোষণা করে। বিশ্ব অর্থনীতিবিদরা ড. আতিউরকে জনগণের ক্ষমতার প্রবর্তক মনে করেন। তাই ব্যাংকার আবারো এই ছবি প্রকাশ করেছে।
গত ৬ ফেব্রুয়ারি যুক্তরাজ্যের হাউস অব লর্ডসে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে ফিন্যান্সিয়াল টাইমস’র প্রধান সম্পাদক ব্রায়ান ক্যাপলেন’র কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান।
প্রতিক্ষণ/এডি/জামান