ধসে পড়তে পারে হীরাঝিল রেস্টুরেন্ট
নিজস্ব প্রতিবেদক
মতিঝিলের হীরাঝিল রেস্টুরেন্টের ভবন যেকোনো সময় ধসে পড়তে পারে। একটি ঝুঁকিপূর্ণ ভবনে চলছে এর কার্যক্রম। বিসিআইসি সদনের মালিকানাধীন এ ভবনটি এরই মধ্যে খালি করে দেয়া হয়েছে। কেবল চলছে হীরাঝিলের কার্যক্রম।
প্রতিদিন এখানে কয়েক হাজার মানুষ খেতে আসেন। কখনও এতো মানুষ আসেন যে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ বসতে দিতে হিমশিম খায়। তবে খাবার গ্রহণকারীদের খুব কমই জানেন ভবনটি ঝুঁকিপূর্ণ।
এ রেস্টুরেন্টের একজন নিয়মিত খদ্দের জানান, বড় ধরনের ভূমিকম্প না হলেও দুর্বল কাঠামোর কারণে যেকোনো সময় ভবনটি ধসে প্রাণহানি হতে পারে শতাধিক মানুষের। যতো দ্রুত সম্ভব ভবনটি খালি করে দেয়া উচিত। ‘আরেকটি রানা প্লাজার মতো ঘটনা ঘটার আগেই’রেস্টুরেন্টটি বন্ধ করে দেয়া উচিত।
হীরাঝিলের মালিককে না পেলেও এর ম্যানেজার জাফর চৌধুরীকে পাওয়া গেল ফোনে। জাফর চৌধুরী গতকাল জানালেন, ভবনটি ঝুঁকিপূর্ণ কি না তা তিনি জানেন না। মালিকের সাথে কথা বলতে বলেন তিনি। মালিক এ মুহূর্তে বিদেশে আছেন। কখন আসবেন তা জানাতে পারেননি।
বিসিআইসি সদনের এ ভবনটিতে শতাব্দী এভিয়েশন, সন্দ্বীপ ট্রাভেলস ইন্টারন্যাশনাল, বদরপুর ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের তিনটি সাইনবোর্ড আছে। কিন্তু এখানে তাদের কোনো অফিস নেই।
প্রতিক্ষণ/এডি/নির্ঝর