ধানের চারা রোপণ করে প্রতিবাদ
জেলা প্রতিবেদক
মানববন্ধন ও কর্দমাক্ত রাস্তায় ধানের চারা রোপণের মাধ্যমে জামালপুরে রাস্তা সংস্কারের দাবিতে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।
শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে সকাল সাড়ে ১১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে চলে এ কর্মসূচি। স্থানীয় ‘সাবাশ বাংলাদেশ’ নামে একটি বেসরকারি সংস্থার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
এতে বক্তব্য রাখেন সাবাশ বাংলাদেশের পরিচালক শাহীনুর রহমান স্বাধীন, কলেজছাত্র মুন্না, ট্রাকচালক আজিজ, সিএনজিচালিত অটোরিকশার চালক বাবু, সোহেল, ফজল প্রমুখ।
এ সময় বক্তারা জামালপুর-ময়মনসিংহ লিংরোড থেকে নান্দিনা পশ্চিম বাজার হয়ে শ্রীপুর পর্যন্ত স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডির) আওতাভুক্ত প্রায় ৫ কিলোমিটার রাস্তা সংস্কারের দাবি জানান ।
প্রতিক্ষন/এডি/মেহেদী