ধুমকেতুতে অ্যালকোহল !

প্রকাশঃ অক্টোবর ২৫, ২০১৫ সময়ঃ ১২:২২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৫৭ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

101932_webপ্রাণ সৃষ্টির পানি আর অক্সিজেন ছাড়া জন্য আরো যা-যা লাগে, সেই কার্বনের জটিল জৈব-যৌগ ইথাইল অ্যালকোহল আর চিনির অণুও পাওয়া গেছে মহাকাশে! যুগান্তকারী এই আবিষ্কারের খবরটি জানিয়েছে বিজ্ঞান-জার্নাল ‘সায়েন্স অ্যাডভান্সেসে। গবেষণাটি হয়েছে স্পেনের সিয়েরা নেভাদায় ইনস্টিটিউট দ্য রেডিও-অ্যাস্ট্রোনমি মিলিমেট্রিকে’।

বিজ্ঞান বলছে, এরপর মহাকাশে প্রোটিন, লিপিড বা, ফ্যাটের সন্ধান মেলাটা খুব একটা কষ্টসাধ্য নাও হতে পারে। কারণ, একটার পর একটা ইট বসিয়ে যেমন বাড়ি বানানো হয়, তেমনই ইথাইল অ্যালকোহল আর চিনি হল জীবনের মূল উপাদান; প্রোটিন, লিপিড বা ফ্যাটে পৌঁছনোর ‘ইট’।

ওই প্রাণ সৃষ্টির ‘ইট’ বা, ‘বিল্ডিং ব্লক’ থেকে কয়েকশো কোটি বছর আগে এই পৃথিবীতেও প্রাণের জন্ম হয়েছিল। বিজ্ঞানীরা সেই প্রাণ সৃষ্টির দু’টি উপাদান খুঁজে পেয়েছেন পৃথিবীর খুব কাছ দিয়ে চক্কর মারা ধূমকেতু ‘লাভজয়’-এ।

Screenshot_1নামটাও বেশ চমকদার। ভালবাসা আর আনন্দের সহাবস্থান তো তখনই সম্ভব, যদি সেখানে থাকে প্রাণ! আর, জটিল জৈব যৌগের অণু ছাড়া প্রাণের সৃষ্টি সম্ভব নয়।

প্রতিক্ষণ/এডি/বিএ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G