নতুন বছরকে স্বাগত জানানো হয়েছে বিশ্বজুড়ে

প্রকাশঃ জানুয়ারি ১, ২০২৩ সময়ঃ ২:২৯ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:২৯ পূর্বাহ্ণ

আন্তর্জাতিকে ডেস্ক

২০২২ একটি বছর শেষ হয়ে গেছে। এখন বছর একেবারে নতুনকে স্বাগত জানানো হলো ২০২৩ সালকে। সারা বিশ্বে চিহ্নিত কিছু স্থানে নতুন বছরকে স্বাগত জানানো হলো।

নতুন বছরে আনন্দঘণ আয়োজন ছিল মধ্য প্রশান্ত মহাসাগরের কিরিটিমাতি দ্বীপ।

নিউজিল্যান্ডের অকল্যান্ড ২০২৩ সালে স্বাগত জানাতে উদযাপন শুরু করার শীর্ষ বড় শহর হয়ে ওঠে। শহরের স্কাই টাওয়ার থেকে আতশবাজি দিয়ে ২০২৩কে স্বাগত জানানো হলো।

সিডনিও নতুন বছরে পদার্পণ করেছে, শহরের আতশবাজি তার হারবার ব্রিজ, অপেরা হাউস এবং তার বিখ্যাত পোতাশ্রয়ের বার্জ থেকে শুরু হয়।

লন্ডনে ১ লাখ টিকেটধারী নতুন বছরকে স্বাগত জানাতে মধ্যরাতের স্ট্রোকে বিগ বেনের চিমসের ঐতিহ্যবাহী শব্দের সাথে টেমস নদীর তীরে দাঁড়ায়।

এদিকে, নিউইয়র্কের ঐতিহ্যবাহী টাইমস স্কয়ার ইভেন্টটি কোভিড মহামারীজনিত কারণে দুই বছরের কম উৎসবের পরে পূর্ণ ক্ষমতায় ফিরে আসবে।

সূত্র : বিবিসি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G