নতুন মুদ্রানীতি ঘোষণা
নিজেস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম
বেসরকারি ঋণ প্রবৃদ্ধি ১৫.৫ শতাংশ নির্ধারণ করে চলতি অর্থবছরের (জানুয়ারি-জুন) দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক।
মুদ্রনীতিতে ব্যাপক মুদ্রার যোগান ধরা হয়েছে ১৬.৫ শতাংশ।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে গভর্নর ড. আতিউর রহমান এক সংবাদ সম্মেলনে ২০১৪-১৫ অর্থবছরের দ্বিতীয়ার্ধের ছয় মাসের এ আগাম মুদ্রানীতি ঘোষণা করেন ।
মুদ্রানীতিতে চলতি অর্থবছরের প্রথমার্ধে কৃষি ঋণের জন্যে ১৩ শতাংশ সুদহারের ঊর্ধ্বসীমা নামিয়ে এনে ১১ শতাংশে পুনঃনির্ধারণ করা হয়েছে।
সম্মেলনে ড. আতিউর রহমান বলেন, আজকের মুদ্রানীতি ঘোষণাপত্রটি মুদ্রা ও পুঁজিবাজারে স্বস্তিকর স্থিতিশীলতা বজায় এবং মূল্যস্ফীতি পরিমিত ও স্থিতিশীল রাখতে বাংলাদেশ ব্যাংকের প্রয়াসের ওপর জনমনে আস্থা সৃষ্টি ও বৃদ্ধিতে আগের মতোই ভূমিকা রাখবে।
মুদ্রানীতির অনুষঙ্গ অন্তর্ভুক্তিমূলক ও পরিবেশবান্ধব ঋণ ও অর্থায়ন নীতিগুলো দ্রুত দারিদ্র্য বিমোচনের মাধ্যমে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেয়ার জন্যে সরকারের গৃহীত প্রয়াস ও উদ্যোগে অর্থপূর্ণ সহায়ক অবদান রাখবে বলেও তিনি মনে করেন।
চলতি অর্থবছরের বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৬.৪৭ শতাংশ ধরা হয়েছে। সরকারের আশা অনুযায়ী জিডিপি প্রবৃদ্ধি অর্জিত না হলেও মূল্যস্ফীতি বাজেটে নির্ধারিত ৬ দশমিক ৫ শতাংশে নেমে আসতে পারে বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক।
প্রতিক্ষণ /এডি/লতিফ