নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে বাংলাদেশ ব্যাংকের
নিজস্ব প্রতিবেদক
বৈদেশিক মুদ্রার মজুদে আবারো নতুন রেকর্ড সৃষ্টি করেছে বাংলাদেশ ব্যাংক। দেশের ইতিহাসে বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রথমবারের মতো ২৬ বিলিয়ন (দুই হাজার ৬০০ কোটি মার্কিন ডলার) ছাড়িয়েছে। সোমবার বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ নতুন এ মাইলফলক অতিক্রম করেছে।
বাংলাদেশ ব্যাংকের বর্তমান রিজার্ভ সার্কভুক্ত দেশগুলোর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। রিজার্ভের দিক দিয়ে প্রতিবেশি দেশগুলোর মধ্যে ভারতের পরেই বাংলাদেশের অবস্থান।
বাংলাদেশ ব্যাংকের ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক কাজী ছাইদুর রহমান বলেন, বিদেশি মুদ্রার রিজার্ভ ২ হাজার ৬০০ কোটি টাকা ছাড়িয়েছে। এই রিজার্ভ দিয়ে সাত মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব।
ছাইদুর রহমান আরো জানান, সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত রিজার্ভ ২৬ বিলিয়ন ডলারের ওপরেই থাকবে। কেননা আকুর জুলাই-অগাস্ট মেয়াদের বিল শোধ করতে হবে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে।
প্রতিক্ষণ/এডি/ডিএইচ