নারায়ণগঞ্জে নূর হোসেন

প্রকাশঃ নভেম্বর ১৩, ২০১৫ সময়ঃ ৮:৪৩ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৪৭ অপরাহ্ণ

প্রতিক্ষন ডেস্ক

Nur Hosenআলোচিত সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনকে নারায়নগঞ্জ পুলিশ ও মামলার তদন্তকারী কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১।

বৃহস্পতিবার ভারত থেকে হস্তান্তরের পর, বেনাপোল সীমান্ত থেকে কঠোর নিরাপত্তায় শুক্রবার সকালে ঢাকার উত্তরার র‌্যাব-১ কার্যালয়ে আনা হয়। হস্তান্তরের সকল প্রক্রিয়া শেষ করে তাকে নারায়ণগঞ্জ পুলিশের হেফাজতে তুলে দেওয়া হয়েছে।

র‌্যাব-১ এর লিগাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক মো. মাকসুদুল আলম  হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, র‌্যাব-১ কার্যালয়ে নূর হোসেনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। এর পর বিশেষ কিছু প্রক্রিয়া শেষ করে তাকে নারায়নগঞ্জ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

নূর হোসেনকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভরতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার রাত ১১টা ৩২ মিনিটে যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে তাকে বাংলাদেশে হস্তান্তর করা হয়।

প্রতিক্ষণ/এডি/বিএ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G