নারীরা দেশের গর্বিত সৈনিক
নিজস্ব প্রতিবেদক,প্রতিক্ষণ ডট কম
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সেনাবাহিনীর মত একটি চ্যালেঞ্জিং পেশায় নারীদের অংশগ্রহণ নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এখন নারীরাও দেশ রক্ষার গর্বিত সৈনিক।
বৃহস্পতিবার প্রথম নারী মিলিটারি প্যারামেডিকস্ রিক্রুট ব্যাচের শপথ গ্রহণ ও প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, সমাজের অর্ধেক জনসংখ্যাই নারী। নারীদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ ছাড়া কোন ক্ষেত্রেই পূর্ণাঙ্গ সাফল্য অর্জন সম্ভব নয়।এই কুচকাওয়াজ অনুষ্ঠানে ৮৭৯ জন নবীন নারী প্রশিক্ষণার্থী তাদের মৌলিক সামরিক প্রশিক্ষণ শেষে শপথ নেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, ১৯৯৬ সালে ক্ষমতায় এসে আমরা সিদ্ধান্ত নেই। তার ভিত্তিতে আর্মি মেডিক্যাল কোরে নারী অফিসারের পাশাপাশি ২০০০ সালে তার সরকার অন্যান্য কোরেও নারী অফিসার নিয়োগ শুরু করে। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন আর্মস ও সার্ভিসে নারী অফিসাররা দেশে ও শান্তিরক্ষা মিশনে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন উল্লেখ করে তিনি বলেন, কেবল অফিসার পদেই নয়, নারীদের সৈনিক হিসেবে নিয়োগ করছে সরকার।
প্রতিক্ষণ/এডি/সুমন