নারী নির্যাতন সমাধানে হাইকোর্টের কমিটি

প্রকাশঃ মে ৩১, ২০১৫ সময়ঃ ৭:০৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:০৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতবেদক

high courtনারী নির্যাতনের ঘটনায় মামলা পরিচালনা করার জন্য নারীদের আইনের আশ্রয় নিতে কী কী সমস্যা আছে, তা খুঁজে বেড় করতে ১০ সদস্যের একটি কমিটির তালিকা হাইকোর্টে দাখিল করা হয়েছে। বিচারপতি আওলাদ আলীর সমন্বয়ে ১০ সদস্যের কমিটির নাম দাখিল করা হয়েছে এবং হাইকোর্ট তা গ্রহণ করেছেন।

কমিটির অন্য সদস্যরা হলেন- ড. আবুল হোসেন, সালমা খান, আয়েশা খানম, ড. এনামুল হক, ফাওজিয়া করিম ফিরোজ, সুলতানা কামাল, শিরিন হক, ফাস্টিনা পেরেরা ও জেড আই খান পান্না।

বিচারপতি ফারাহ মাহবুব ও কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রবিবার এই কমিটির তালিকা জমা দেওয়া হয়।

এ বিষয়ে ব্যারিস্টার সারা হোসেন জানান, নারী নির্যাতনের ঘটনায় মামলা পরিচালনার ক্ষেত্রে নারীরা কী কী সমস্যার সম্মুখীন হয় এবং তারা কেমন বাধার মুখে পড়ে তা জানাবে এই কমিটি। একই সঙ্গে এ সব সমস্যা সমাধানের উপায়ও জানাবে তারা।

এ ছাড়া ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার ও ভিকটিম সাপোর্ট সেন্টারের সঙ্গে পুলিশের সমন্বয় কীভাবে করা যায়, সে বিষয়েও জানাবে এই কমিটি।

যৌন হয়রানি ও যৌন সহিংসতা রোধে বিদ্যমান আইন ও প্রক্রিয়া পুনর্বিবেচনা করার জন্য অবসরপ্রাপ্ত বিচারক, আইনজীবী ও নারী অধিকারকর্মীদের নিয়ে একটি কমিটি করতে গত ২৫ মে রিটকারী পাঁচ সংগঠনের কাছে নামের তালিকা চাওয়া হয়েছে।

গারো তরুণীকে মাইক্রোবাসে ধর্ষণের ঘটনায় করা রিটের শুনানি শেষে আদালত এ আদেশ দেন।

নারীপক্ষ, মহিলা পরিষদ, জাতীয় আদিবাসী পরিষদ, আইন ও সালিশ কেন্দ্র ও ব্লাস্ট এই রিট দায়ের করে।

প্রতিক্ষণ/এডি/নির্ঝর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G