নারী পুলিশকে গণধর্ষণ

প্রকাশঃ জুন ১৩, ২০১৫ সময়ঃ ৪:১১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:১০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

gang rapeপুলিশের এক এএসআই এর বিরুদ্ধে এক নারী পুলিশকে ধর্ষণের অভিযোগ উঠেছে। তুরাগ থানার এক নারী পুলিশ কনেস্টেবল খিলগাঁও থানার এএসআই কলিমুর রহমানের বিরুদ্ধে এ অভিযোগ করেন।

নারী পুলিশের আইনজীবী নাসরিন আক্তার জানান, ৫ বছর আগে কলিমুরের সঙ্গে পুলিশ কনস্টেবল ফারিয়ার (ছদ্ম নাম) বিয়ে হয়। এক বছর আগে বিবাহবিচ্ছেদ হয় তাদের। রাইসা রহমান নামে এ দম্পতির তিন বছরের একটি মেয়েও আছে।

নাসরিন আক্তার জানান, গত ১০ মে ফারিয়া রাজারবাগ পুলিশ লাইনে কাজে গেলে সাবেক স্বামী কলিমুর তাকে খিলগাঁও তিলপাপাড়ার একটি বাসায় নিয়ে যায়। এরপর নেশা জাতীয় কিছু খাইয়ে কয়েকজন মিলে তাকে ধর্ষণ করে।

এ বিষয়ে ফারিয়া বলেন, ‘এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে খিলগাঁও থানায় মামলা করতে গেলে মামলা নিতে অস্বীকৃতি জানায় পুলিশ। তাই মামলার আলামত যাতে নষ্ট না হয়, তাই ঢাকা মেডিকেলে পরীক্ষা করতে এসেছি।’ ফারিয়া এখন ঢামেকের ফরেনসিক বিভাগে চিকিৎসাধীন রয়েছে।

এদিকে অভিযুক্ত এএসআই কলিমুর রহমান এ বিষয়ে বলেন, ‘সে (ফারিয়া) মামলা করলে করুক। আমি এখন এ বিষয়ে কিছু বলবো না। অফিসে আসেন সরাসরি কথা হবে।’

তবে খিলগাঁও থানার এসআই জাফর জানান, এ ঘটনায় মামলা করার জন্য কেউ থানায় আসেনি।

প্রতিক্ষণ/এডি/নির্ঝর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G