নারী শ্রমিক নেবে সৌদি আরব
নিজস্ব প্রতিবেদক,প্রতিক্ষণ ডটকম
আসন্ন রোজার আগেই সৌদি আরবে ২০ হাজার নারী শ্রমিক পাঠাবে বাংলাদেশ। ইতোমধ্যে ৩০ হাজার শ্রমিকের জন্য ভিসা এসে পৌঁছেছে।
বৃহস্পতিবার বিকেলে সৌদি আরবের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে প্রবাসী কল্যাণ মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।
মন্ত্রী জানান, দেশটির চাহিদা অনুযায়ী ৫০ হাজার শ্রমিক নিতে চায়। এ জন্য প্রতি ১০০টি রিক্রুটিং এজেন্সিকে ২০০ জন করে নারী শ্রমিক সংগ্রহ করতে বলে হয়েছে।
এ সময় মানবপাচার প্রসঙ্গে মন্ত্রী বলেন, আমরা শুধু বৈধ শ্রমিকদের নিয়ে কাজ করবো, অবৈধ শ্রমিকদের নিয়ে নয়। এটি স্বরাষ্ট্র-পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ। তিনি বলেন, বৈধ-অবৈধ মিশ্রণ করলে অসুবিধা হয়ে যাবে। তবে স্বরাষ্ট্র-পররাষ্ট্র-এ দুই মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের যোগাযোগ অব্যাহত রয়েছে।
প্রতিক্ষণ/এডি/সালাহউদ্দিন