নিউইয়র্কে বাংলাদেশি নারীকে হত্যা
প্রতিক্ষণ ডেস্কঃ
নিউ ইয়র্কের জ্যামাইকায় ছুরিকাঘাতে নাজমা বেগম নামের ৬০ বছর বয়সী এক বাংলাদেশি নারীকে হত্যা করেছে দুর্বৃত্তরা।
স্থানীয় সময় (৩১ আগস্ট)বুধবার রাত ১০টার দিকে জ্যামাইকার ১৬০-১২ নম্বর নরমাল রোডে এ হত্যাকাণ্ড ঘটে।
কুইন্সের জ্যামাইকা হিলস এলাকা থেকে ছুরিকাহত অবস্থায় নাজমাকে উদ্ধার করে দ্রুত জ্যামাইকা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন ।
স্থানীয় বাংলা টেলিভিশন চ্যানেল টাইম টিভির ফেসবুক পাতায় খবরটি প্রাথমিকভাবে তুলে ধরা হয়। পরে নিউইয়র্ক থেকে একাধিক বাংলাদেশি সাংবাদিক বিষয়টি নিশ্চিত করেন।
তারা জানিয়েছেন, এ হত্যাকাণ্ডের ধরন এখনও অস্পষ্ট। কারণও জানা যায়নি। তবে পুলিশ খবর পেয়েই তৎপর হয়েছে। ওই নারীর মরদেহ উদ্ধার করে জ্যামাইকা হাসপাতালে রাখা হয়েছে।
প্রতিক্ষণ/এডি/আরএম