নিরাপদ থাকুক ফেইসবুক আইডি

প্রকাশঃ অক্টোবর ২০, ২০১৫ সময়ঃ ১২:৩০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৩০ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

facebookফেইসবুক ছাড়া যেন জীবন আজ কল্পনাই করা যায়না । সামাজিক যোগাযোগের সবচেয়ে বড় মাধ্যম আজ ফেইসবুক। একটি ইমেইল এড্রেস আর পাসওয়ার্ড দিয়েই ফেইসবুক ব্যবহারের সূচনা। তবে বর্তমানে সময়ের সাথে সাথে প্রযুক্তির অনেক উন্নয়ন ঘটছে । প্রযুক্তি যেমন আমাদের সুবিধা দিচ্ছে ঠিক তেমনি আবার অনেক বিড়ম্বনার মাঝেও ফেলে দিচ্ছে। ফেইসবুক হচ্ছে খুবই ব্যক্তিগত একটি যোগাযোগ মাধ্যম। প্রযুক্তির উন্নয়নের ফলে যেমন আমরা এই যোগাযোগ মাধ্যমটি পেয়েছি তেমনি মাঝে মাঝে এই প্রযুক্তির ফলেই হারিয়ে ফেলি ব্যক্তিগত ফেইসবুক আইডিটি। অনেক সময় হ্যাকারেরা হ্যাক করেন বিভিন্ন আইডি । যারফলে প্রকাশ পেয়ে যায় অনেক গোপনীয় বিষয় । আসুন জেনে নেই এই ফেইসবুক আইডিটি কিভাবে নিরাপদ রাখা যায় ।

অনেক দিন হয়ে গেছে শুধু মাত্র ইমেইল আর পাস কোডের দিন শেষ হয়েছে । ফোন নাম্বার এড করে আপনার ফেইসবুকের নিরাপত্তা শক্ত করুন। আপনি প্রথমে সেটিংস এ গিয়ে জেনারেলে গিয়ে একটি রেজিট্রিশনকৃত ফোন নাম্বার এড করুন। তারপর কোড জেনারেটর চালু করুন। আপনি যখন অন্য কোনো ব্রাউজারে আপনার আইডি লগ ইন দিবেন তখন আপনার সিমে একটি কোড আসবে সেই কোড দিয়ে আপনি আননোওন ব্রাজারে লগ ইন দিতে পারবেন। এবং চাইলে ব্রাউজার টিকে সেইভ করে রাখতে পারবেন যার ফলে প্রতি বার লগ ইন এর সময় আপনাকে কোড দিতে হবেনা। আপনার কেউ যদি আপনার ইমেইল আর পাস জেনেও যায় সে লগ ইন দিতে পারবেনা।

কোড জেনারেটর অন করতে আপনি যেকোনো সিম ইউস করতে পারেন তবে মনে রাখবেম সিম টি যেন আপনার নামে রেজিট্রেশন করা থাকে তাহলে পরে যদি আপনার সিম হারিয়ে যায় তবে সহজেই উত্তলোন করতে পারবেন। আর নয়তো সিম হারানোর পরে কান্না কাটি করা ছাড়া উপায় থাকবেনা।
আপনি চাইলে লগ ইন এপ্রোভাল কোড অতিরিক্ত ১০ টা নিয়ে নিতে পারেন যখন আপনার কাছে আপনার ফোনটি থাকবেনা তখন সেই কোড গুলো দিয়ে দশ বার আপনার সিম টি ছাড়াই লগ ইন করতে পারবেন।

হ্যাকার দের থেকে রক্ষা পেতে সব লিংকে ক্লিক করবেন না। কোথায় লাইক দিচ্ছেন কোথায় ক্লিক করছেন একটু খেয়াল করবেন।

আপনার আইডির নিরাপত্তা জোরদার করুন। কোড জেনারেটর চালু করুন। হ্যাপি ফেইসবুকিং।
প্রতিক্ষণ/এডি/এআরকে

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G