বিনোদন ডেস্ক
সদ্য প্রয়াত ভারতীয় প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামের নামের বানান ভুল লিখেছিলেন টুইটে। কিন্তু তাতেও তার লজ্জা নেই। তিনি বলিউডের অন্যতম অভিনেত্রী আনুশকা শর্মা। সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনার মধ্যেই পাল্টা হুঙ্কার ছেড়েছেন তিনি। তাঁর দাবি, সমালোচনা করতে হলে সামনে এসে করুন। যোগ্য জবাব দিতে তিনি প্রস্তুত রয়েছেন।
এপিজে আবদুল কালামের প্রয়াণে টুইটারে শোকবার্তা দিতে গিয়ে রাষ্ট্রপতির নামটা ভুল লিখে পোস্ট করেছিলেন আনুশকা। ‘এবিজে কালাম আজাদ’এই ছিল তাঁর টুইট। তবে কিছুক্ষণের মধ্যেই টনক নড়ে তাঁর। নায়িকার অজ্ঞানতা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠে। তখন আর সেটা শুধরে নিতে খুব একটা সময় নেননি আনুশকা।
প্রথমে ঝড়ের বেগে টুইট-টা মুছে দিয়েছিলেন এবং শুধরে নিয়ে নতুন করে টুইট করেছিলেন, ‘এপিজে আবদুল কালামের প্রয়াণের খবরটা পেয়ে খুবই খারাপ লাগছে। অনুপ্রেরণাদায়ক এ হেন প্রজ্ঞার অকালমৃত্যু রীতিমতো অপূরণীয় এক ক্ষতি। তাঁর আত্মা শান্তি পাক!’।
প্রতিক্ষণ/ডেস্ক/সজল