তানভীর সাবিক,কুমিল্লা প্রতিনিধি:
গেল বছর শোকাবহ আগষ্টের প্রথম প্রহরে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে কাজী নজরুল ইসলাম হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খালিদ সাইফুল্লাহ নিহতের জেরে দীর্ঘ ৫৬ দিনের অনিদিষ্টকালের বন্ধের পর ৬৩ তম সিন্ডিকেটে সকল ধরনের সভা-সমাবেশের নিষেধাজ্ঞার শর্তে বিশ্ববিদ্যালয় খুলে দেয় প্রশাসন। । তবে নিষাধাজ্ঞা বহালের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে ছাত্রলীগের কর্মীসভার অনুমতি দিল প্রক্টরিয়াল বডি।
মঙ্গলবার কেন্দ্রীয় নেতাদের নিয়ে শ্লোগান মুখর পরিবেশে কর্মীসভা সম্পর্ণ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। দুপুর একটায় শুরু হয়ে দুপুর পৌনে তিনটা পর্যন্ত প্রশাসনিক ভবনে উপাচার্যের কক্ষের উপরে চার তলায় ৪১১ নং কক্ষে এই কর্মীসভা অনুষ্ঠিত হয়। সভা সমাবেশে নিষেধজ্ঞা বহাল থাকার পরও প্রশাসনিক ভবনে কর্মী সভার অনুমতি নিয়ে প্রশ্ন উঠেছে। নিয়মানুযায়ী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ঐ কক্ষ ব্যবহারের অনুমতি দিয়ে থাকে।
সভা-সমাবেশ নিষেধাজ্ঞা বহাল থাকার পরও কিভাবে প্রশাসনিক ভবনে কর্মীসভা অনুষ্ঠিত হতে পারে এমন প্রশ্নের জবাবে রেজিস্ট্রার মোঃ মুজিবুর রহমান মজুমদার বলেন, ‘সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী ক্যাম্পাসে সভা-সমাবেশ নিষেধজ্ঞা বহাল রয়েছে। কর্মীসভার জন্য কে অনুমতি দিয়েছে তা জানা নেই।’ তবে তিনি এ প্রতিবেদককে ছাত্রলীগের বিষয়ে কথা না বলতে পরামর্শ দেন।
ছাত্রলীগের কর্মীসভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ার। শাখা ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসান আলিফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজা-ই-এলাহীর উপস্থাপনায় প্রধান বক্ত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বি এম এহতেশাম, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় উপ-ক্রীড়া সম্পাদক মিজানুর রহমান রুদ্র ও শাখা ছাত্রলীগ নেতা ইলিয়াস হোসেন সবুজ প্রমুখ।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসান আলিফ বলেন, ‘আমরা প্রক্টরিয়াল বডির অনুমতিক্রমে ও শিক্ষকদের সহযোগীতায় কর্মীসভা করেছি। বিষয়টি উপাচার্য মহোদয়ও অবগত আছেন।’ ছাত্রলীগ নেতা ইলিয়াস হোসেন সবুজও অনুমতির বিষয়টি উল্লেখ করেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড.কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, ‘ক্যাম্পাসে সভা-সমাবেশ নিষেধ। তবে শাখা ছাত্রলীগ কেন্দ্রীয় নেতাকর্মীর সাথে মত বিনিময় সভা করবে সেখানে মাইক ব্যবহার ও শ্লোগান দিয়ে মিছিল না করার শর্তে তাদের অনুমতি দেয়া হয়।’
তবে কর্মীসভায় মাইক ব্যবহার করতে ও শ্লোগান দিতে দেখা যায়। এতে তাদের শর্ত ভঙ্গ হয়েছে কিনা এমন প্রশ্নে বিষয়টি তার জানা নেই বলে জানান প্রক্টর।
প্রতিক্ষণ/এডি/শাআ