নূর হোসেনের শূন্য পদে উপনির্বাচন চলছে
জেলা প্রতিবেদক
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের শূন্য পদের জন্য ভোট গ্রহণ চলছে। রবিবার সকাল আটটা থেকে শুরু হয়ে বিকেল চারটা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে।
নির্বাচন সুষ্ঠু করতে জেলা নির্বাচন কমিশন সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। ৪ নম্বর ওয়ার্ডে পাঁচটি কেন্দ্রই অধিক ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে প্রার্থীরা হলেন- নূর হোসেনের সহযোগী আরিফুল হক হাসান (লাটিম), সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন যুবলীগের সভাপতি নজরুল ওরফে ছোট নজরুল (ঘুড়ি), ওলামা লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আমির হোসেন ভান্ডারি (ঠেলাগাড়ি), ব্যবসায়ী আবদুল আজিজ (ব্যাডমিন্টন) এবং এস এম রাসেল (টিফিন ক্যারিয়ার)।
এই ওয়ার্ডে ভোটার সংখ্যা ১৪ হাজার ১০৬ জন। এর মধ্যে পুরুষ ৭ হাজার ১৮১ এবং নারী ভোটার ৬ হাজার ২০৩ জন।
প্রতিক্ষণ / এডি / মেহেদী