নূর হোসেনের সহযোগীর আত্মসমর্পণ
সাত খুনের মামলায় ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত আসামি ওয়াহিদুজ্জামান সেলিম ওরফে কিলার সেলিম আত্মসমর্পণ করেছে। সেলিম প্রথমে ভারতে নূর হোসেনের সঙ্গে গ্রেপ্তার হয়। পরে সে জামিনে ছাড়া পায়। সেলিমের বিরুদ্ধে উত্তর চব্বিশ পরগনার জেলা দায়রা আদালত হুলিয়া জারি করেছে। এই ভয়ংকর সন্ত্রাসী পালিয়ে একসময় নিজ এলাকায় ফিরেছিলো বলেও জানা যায়।
২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তৎকালীন প্যানেল মেয়র নজরুল ইসলাম ও সিনিয়র আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়। পরে ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদীর বন্দরের শান্তিরচর এলাকার তীর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। ১৬ জানুয়ারি রায় ঘোষণার সময় সেলিম পলাতক ছিলে। রায়ে ২৬ জনকে ফাঁসির দণ্ডাদেশ এবং বাকি ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডে দণ্ডিত করা হয়।
ফাঁসির রায়প্রাপ্তদের মধ্যে ৯ জন পলাতক ছিলেন। তাদের মধ্যে গত ৫ ফেব্রুয়ারি সার্জেন্ট এনামুল কবিরকে মাগুরা থানা পুলিশ গ্রেপ্তার করে। র্যাবের চাকরিচ্যুত সৈনিক আবদুল আলীম আত্মসমর্পণ করে ১২ ফেব্রুয়ারি।