নেইমারের প্রস্তুতি অন্যরকম : ব্রাজিল অধিনায়ক সিলভা

প্রথম প্রকাশঃ নভেম্বর ২৪, ২০২২ সময়ঃ ১:১২ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:১২ পূর্বাহ্ণ

ক্রীড়া ডেস্ক

ব্রাজিলের অধিনায়ক থিয়াগো সিলভা বলেছেন, ইনজুরির কারণে গত দুটি টুর্নামেন্টে সমস্যা হবার পর আমরা এই বিশ্বকাপে “সুস্থ নেইমার” দেখতে পাব।’ নেইমার পিঠের ইনজুরির কারণে ২০১৪ সালের সেমিফাইনাল মিস করেন। এ বছরের শুরুতে পায়ের অস্ত্রোপচারের পর সম্পূর্ণ ফিটনেসের জন্য লড়াই করেন।

তবে এটা ঠিক যে নেইমার সম্পূর্ণ ফিট হয়েই কাতারে পৌঁছেছেন এবং এই মৌসুমে প্যারিস সেন্ট-জার্মেইর হয়ে ২০টি খেলায় ১৫টি গোলও করেছেন। ব্রাজিল অধিনায়ক সিলভা বলেন, ‘আমার মনে হয় নেইমার দারুণ ফর্মে থেকেই এই বিশ্বকাপে আসছেন। এবার নেইমারের প্রস্তুতি অন্যরকম হয়েছে।  ২০১৪ সালে তিনি ইনজুরিতে ছিলেন। তখন তিনি খুব ভাল খেলছিলেন এবং ২০১৮ সালে তিনি গুরুতর ইনজুরির কারণে ভাল খেলেননি। তবে এখন একটি ভিন্ন প্রস্তুতির সাথে, কোন আঘাত এবং কোন চিন্তা ছাড়াই, আমরা একটি ভাল নেইমার দেখতে পাচ্ছি।”

সূত্র : বিবিসি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G