নেপালে ফের ভূমিকম্প
আন্তর্জাতিক ডেস্ক
ফের ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল। রবিবার বিকেল ৩টায় এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনমাত্রা ছিল ৫। ভূমিকম্পের উৎস ছিল নেপালের কোডারি জেলা।
ভারতের দিল্লি, দার্জিলিং ও পশ্চিমবঙ্গ ছাড়াও বিহার, উত্তর বঙ্গ ও সিকিমেও মৃদু কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।
আতঙ্কে মানুষ ঘর ছেড়ে বেরিয়ে আসেন। তবে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এ বছরের ২৫ এপ্রিল নেপালে ভয়াবহ ভূমিকম্পের পর গত তিন মাস ধরে মাঝারি এবং স্বল্প মাত্রার কম্পন অনুভূত হয়েছে সেখানে। রিখটার স্কেলে সেই কম্পনমাত্রা ৪-এর আশেপাশেই ঘোরাঘুরি করছিল।
সর্বশেষ তথ্য অনুযায়ী, শক্তিশালী দুই ভূমিকম্পের আঘাতে নেপালে মৃত্যু হয়েছে প্রায় ৯ হাজার মানুষের। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ২০ হাজার মানুষ। সেই সঙ্গে আট লাখের বেশি বাড়িঘর ও স্থাপনা আংশিক অথবা পুরোপুরি বিধ্বস্ত হয়েছে।
প্রতিক্ষণ/এডি/তাফসির