নেশা থেকে মুক্তি পেতে হাত কর্তন !

প্রকাশঃ ফেব্রুয়ারি ১০, ২০১৫ সময়ঃ ৯:৪৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৪৩ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম

hat kortonইন্টারনেটের নেশা থেকে মুক্তি পেতে হাত কেটে ফেলেছে চীনের এক তরুণ। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তার কাটা হাত জোড়া লাগানো হয়েছে। খবর সান ডে মর্নিং হেরাল্ডের।

ঝাও ওয়াং (আসল নাম নয়) নামের ১৯ বছরের তরুণের ইন্টারনেটের আসক্তি ছিল। চীনের জিয়াংসু প্রদেশের নানটং শহরের বাসিন্দা সে। ইন্টারনেটের অসক্তি থেকে মুক্তি পেতে হাত কেটে ফেলার সিদ্ধান্ত নেয় সে।

ছেলেটির মা জানায়, গত বুধবার রাত ১১ টা ঝাওকে তার কক্ষে না পেলে সেখান থেকে তিনি একটি চিঠি পেয়েছিলেন। যেখানে লেখা ছিল মা আমি হাসপাতালে যাচ্ছি সন্ধ্যার মধ্যে ফিরবো।

এদিকে বাসার রান্না ঘর থেকে ছুড়ি সাথে করে নিয়ে গেছিল ঝাও। পরে জানা যায়, ঝাও নির্জনে ছুড়ি দিয়ে তার বাম হাত কব্জি থেকে বিচ্ছিন্ন করে ফেলে। পরে এই কাটা হাত নিয়ে ঝাঁও নিজেই ট্যাক্সি ভাড়া করে হাসপাতালে যান।

চিকিৎসকরা ১০ ঘণ্টা অস্ত্রোপচার করে ঝাওয়ের কাটা হাত জোড়া লাগান। ঝাও হাসপাতালে চিকিৎসাধীন আছেন। পুরোপুরি সুস্থ হতে ঝাওকে বেশ কিছুদিন হাসপাতালে থাকতে হবে বলে জানিয়েছে চিকিৎসকরা।

প্রতিক্ষণ /এডি/কেয়া

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G