বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তির তারিখ তৃতীয়বারের মত আবার পেছানো হলো। ভর্তি ও বিষয় নির্বাচন কার্যক্রম ২২ থেকে ২৬ ফেব্রুয়ারি হওয়ার নির্ধারিত তারিখ ছিল। কিন্তু তার সময়সূচি পরিবর্তন করে আগামী ১ থেকে ৫ মার্চ নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও ভর্তি কমিটির সচিব প্রফেসর মো. মমিনুল হক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়েছে। আরো জানানো হয়, সময়সূচি অনুযায়ী ১ মার্চ সকাল ৯টা থেকে এ- গ্রুপের মেধাতালিকায় ১ থেকে ৩০০ পর্যন্ত, ২ মার্চ একই সময় একই গ্রুপের মেধাতালিকায় ৩০১ থেকে ৬০০ পর্যন্ত ও মুক্তিযোদ্ধা ও উপজাতি কোটায় মেধাতালিকার প্রথম ১০ জনের ভর্তি চলবে। ৩ মার্চ সকাল ৯টা থেকে বি গ্রুপের মেধাতালিকায় ১ থেকে ৩০০ পর্যন্ত, ৪ মার্চ সকাল ৯টা থেকে একই গ্রপের মেধাতালিকা ৩০১ থেকে ৬০০ পর্যন্ত ও মুক্তিযোদ্ধা ও উপজাতি কোটায় মেধাতালিকার প্রথম ১০ জন সুযোগ পাবে। ৫ মার্চ সকাল ৯টা থেকে সি গ্রুপের মেধাতালিকার ১ থেকে ১০০ পর্যন্ত ও মুক্তিযোদ্ধা ও উপজাতি কোটায় মেধাতালিকার প্রথম ২ জন এবং ৫ মার্চ দুপুর ১২টা থেকে ডি-গ্রুপের মেধাতালিকায় ১ থেকে ১০০ (বিজ্ঞান), ১ থেকে ৮০ (বাণিজ্য) ১ থেকে ৬০ (মানবিক) পর্যন্ত ও মেধাতালিকার প্রথম মুক্তিযোদ্ধা ৫ জন ও উপজাতি কোটায় ৫ জন ভর্তির সুযোগ পাবে।
প্রতিক্ষণ/এডি/রবি