নোয়াখালীতে জাতীয় যুবজোটের মানববন্ধন

প্রকাশঃ ফেব্রুয়ারি ৭, ২০১৫ সময়ঃ ৩:০১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:০১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

full_155436345_1423297419নোয়াখালীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাতীয় যুবজোটের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দেশব্যাপী সন্ত্রাস-সহিংসতা, মানুষ পুড়িয়ে মারা ও এসএসসি পরীক্ষার সুষ্ঠ পরিবেশ নিশ্চিত করার দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। শনিবার বেলা সাড়ে ১১টা থেকে নোয়াখালী প্রেসক্লাবের সামনের সড়কে অনুষ্ঠিত ঘন্টাব্যাপী এই মানববন্ধনে সংহতি প্রকাশ করে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।

এ সময় জাতীয় যুবজোটের কেন্দ্রিয় কমিটির সদস্য আবু নাছের মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম সেলিম, জাসদের কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য মো. সলিম উল্লা, জেলা জাসদের ভারপ্রাপ্ত সভাপতি নূর আলম চৌধুরী পারভেজ, সাধারণ সম্পাদক অ্যাড. আজিজুল হক বকশি, সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মাকছুদের রহমান মানিক, সিপিবির সাধারণ সম্পাদক জাফর উল্লা বাহার, বাসদের কেন্দ্রিয় যুগ্ম আহ্বায়ক নেতা অ্যাড. শ্যামল কান্তি দে, নোয়াখালী নাগরিক কমিটির সভাপতি মিয়া মো. শাহজাহান, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা আহ্বায়ক ও জেলা জজ আদালতের জিপি অ্যাড. কাজী মানছুরুল হক খসরু, গণজাগরণ মঞ্চের নোয়াখালী জেলা সংগঠক নাজমুস সাকিব পারভেজ, সেক্টর কমান্ডার্স ফোরামের এমরান মোহাম্মদ আলী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অ্যাড. এমদাদ হোসেন কৈশোর প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, দেশে হরতাল অবরোধের নামে একর পর এক নিরীহ মানুষ, অসহায় নারী ও শিশুদেরকে পুড়িয়ে মারা হচ্ছে। রাজনৈতিক কর্মসূচির নামে সন্ত্রাস সহিংসতায় মানুষের স্বাভাবিক চলাফেরার অধিকার হরণ করা হচ্ছে। শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থাকে সম্পূর্ণ অকার্যকর হচ্ছে। খেটে খাওয়া দিন মজুর ও মেহনতি শ্রমিকদের জীবন দুর্বিসহ ও পরিবহন ব্যবস্থা অচল হয়ে পড়েছে। হরতাল অবরোধের নামে সন্ত্রাস সহিংসতাকারীদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান বক্তারা ।

প্রতিক্ষণ/এডি/বেলাল

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G