পত্রিকা অফিস থেকে অস্ত্রসহ আটক ২

প্রকাশঃ জানুয়ারি ১৭, ২০১৬ সময়ঃ ২:০৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৩২ অপরাহ্ণ

ময়মনসিংহ প্রতিনিধি

e7c99fce

ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক জাহান পত্রিকা কার্যালয় থেকে বিভিন্ন অস্ত্রসহ ২ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রবিবার ভোর রাতে শহরের মাসকান্দা বিসিক শিল্প নগরীতে ঐ অফিসে ও মালিকের বাসায় অভিযান চালানো হয়।

এ সময় তিনটি বিদেশী পিস্তল, গুলি, দেশীয় অস্ত্র ও অস্ত্র তৈরীর সরঞ্জামসহ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মেহেদী হাসান নাদিম (৩৫) ও তার সহযোগী রাসেল (২৫) কে আটক করা হয়েছে বলে জানা যায়।

ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ ইমারত হোসেন গাজী জানান, গোপন সূত্রে খবর পেয়ে আজ পুলিশ পত্রিকা অফিস ও মালিকের বাসায় দীর্ঘ ৩/৪ ঘন্টা অভিযান চালায়।

449b04b7-cffb-41c5-bb2e-3b7f41cf90a5

তিনি জানান, এ সময় তিনটি বিদেশী পিস্তল,১৫ রাউন্ড গুলি,অস্ত্র বানানোর মেশিন,রাইফেলের বাট, ম্যাগজিন,পিস্তল ও রাইফেল বানানোর যন্ত্রাংশ,চাইনিজ কুড়াল, তরবারি,বড় ছোরা,সামোরাই,তরল পদার্থ ও মাদক দ্রব্য উদ্ধারসহ তাদেরকে হাতেনাতে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, পত্রিকার আড়ালে দীর্ঘদিন ধরে গ্রেফতারকৃতরা প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে পত্রিকার আড়ালে অবৈধভাবে অস্ত্র তৈরী ও ব্যবসা করে আসছে। অবশেষে আজ ভোর রাতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের হাতে ধরা পড়ে। এ ব্যাপারে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।

 

 

প্রতিক্ষণ/এডি/ এল জেড

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G