পদ্মায় বালুবাহী বাল্কহেড ডুবি: নিখোঁজ ৩২
জেলা প্রতিবেদক
মুন্সীগঞ্জের পদ্মা নদীতে দুটি বালুবাহী বাল্কহেড ডুবে গেছে। ৫৮ শ্রমিক নিয়ে এটি ডুবে যায় বলে জানা যায়। এ সময় ২৬ শ্রমিক সাঁতার কেটে তীরে উঠতে পারলেও বাকি ৩২ শ্রমিক নিখোঁজ রয়েছেন। তীব্র স্রোতের কারণে বাল্কহেড দুটি ডুবে যায়।
মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার কুমারভোগ এলাকায় শনিবার বিকেল সাড়ে ৩টায় এ ঘটনা ঘটে। মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এবি এম মাসুদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বালুবাহী বাল্কহেড দুটি মুন্সীগঞ্জের ভাগ্যকুল থেকে বালু নিয়ে নারায়াণগঞ্জের বক্তাবলি যাচ্ছিল। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পদ্মা নদীতে তীব্র স্রোতে ডুবে যায়। এ সময় ২৬ শ্রমিক সাঁতার কেটে তীরে উঠতে পারলেও ৩২ শ্রমিক নিখোঁজ রয়েছজ।
প্রতিক্ষণ/এডি/তাফসির