পরিবারের সঙ্গে কথা বলেছেন লিবিয়ায় অপহৃত হেলাল

প্রকাশঃ মার্চ ২৪, ২০১৫ সময়ঃ ৭:০৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:০৭ অপরাহ্ণ

helalঅপহরণের ১৮ দিন পর লিবিয়ায় আইএস জঙ্গিদের হাতে জিম্মি বাংলাদেশের হেলাল উদ্দিন তার পরিবারের সঙ্গে কথা বলেছেন।

মঙ্গলবার দুপুরে তিনি লিবিয়া থেকে ইন্টারনেট ফোনে কথা বলেন।  তার স্ত্রী মাদারগঞ্জ উপজেলার আলেয়া বেগম বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় তার পরিবার ও গোটা এলাকায় হেলাল উদ্দিনকে ফিরে পাওয়া নিয়ে আশার সৃষ্টি হয়েছে।

স্ত্রীকে হেলাল জানান, নোয়াখালীর আনোয়ার ছাড়াও অন্য এক বাংলাদেশি আইএস জঙ্গিদের হাতে জিম্মি রয়েছেন। জিম্মি অবস্থায় আজ আইএস জঙ্গিরা পরিবারের সঙ্গে জিম্মিদের কথা বলার সুযোগ দেন।

হেলাল উদ্দিন তার স্ত্রীকে জানিয়েছেন, জঙ্গিরা তাদের দুএকদিনের মধ্যে ছেড়ে দেওয়ারও আশ্বাস দিয়েছে।

হেলাল স্ত্রীকে আরো জানান, জঙ্গিরা তাদেরকে দিনে একবেলা খাবার দেয়।

ফোনে কথা বলার পর হেলাল উদ্দিনের পরিবারে কিছুটা স্বস্তি এলেও মুক্তি না পাওয়া পর্যন্ত ভয় বা আতঙ্ক কাটছেনা।

জামালপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম বলেন, ‘হেলাল উদ্দিনের সঙ্গে তার পরিবারের সদস্যদের কথা হওয়ার বিষয়টি জানতে পেরেছি।’

উল্লেখ্য, ৬ মার্চ বাংলাদেশি হেলাল উদ্দিনসহ ৯ জন বিদেশি নাগরিককে অপহরণ করে জিম্মি করে আইএস।

প্রতিক্ষণ/এডি/মিলন

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G