পরিমলের সাক্ষ্য গ্রহণ ১০ মার্চ  

প্রকাশঃ ফেব্রুয়ারি ২২, ২০১৫ সময়ঃ ৭:১২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:১৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

001b37b1ef9076a64d99b157a464af17_XLভিকারুননিসা নূন স্কুল ও কলেজের বাংলা বিভাগের শিক্ষক পরিমলের বিরুদ্ধে ছাত্রী ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন আগামী ১০ মার্চ ধার্য করেছেন আদালত। রোববার ঢাকা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক সালেহ উদ্দিন আহমেদ সাক্ষ্য গ্রহণের এ দিন ঠিক করেন।

এ নিয়ে এ মামলায় মোট ১৯ জনের সাক্ষ্য গ্রহণ করা হল। ২০১১ সালে এক ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগ ওঠে পরিমলের বিরুদ্ধে। ঘটনাটি জেনে আন্দোলনে ফেটে পড়েন ভিকারুননিসার ছাত্রীরা। পরিমলকে রক্ষার অভিযোগ তুলে তৎকালীন অধ্যক্ষ হোসনে আরাকে অপসারণের দাবিও তোলেন তারা।

২০১১ সালের ৫ জুলাই ওই ছাত্রীর বাবা বাদী হয়ে বাড্ডা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে পরিমল জয়ধর, অধ্যক্ষ হোসনে আরা এবং স্কুলের বসুন্ধরা শাখার প্রধান লুৎফর রহমানকে আসামি করে মামলা করেন।

ওই বছরের ১৪ অগাস্ট পুলিশ অভিযোগপত্র দাখিল করে। ২০১২ সালের ৭ মার্চ আদালত পরিমল জয়ধরের বিরুদ্ধে অভিযোগ গঠন করে অন্য দুই আসামিকে মামলা থেকে অব্যাহতি দেয়।

মামলা দায়েরের দুদিন পর কেরানীগঞ্জের একটি বাড়ি থেকে পরিমলকে গ্রেফতার করে পুলিশ। ২০১১ সালের  ১১ জুলাই তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

পরিমল গোপালগঞ্জের কোটালীপাড়ার লাটেংগা গ্রামের বাসিন্দা ক্ষিতিশ জয়ধরের ছেলে। তিনি ২০১০ সালের ২ সেপ্টেম্বর ভিকারুননিসার বসুন্ধরা শাখায় শিক্ষক হিসেবে যোগ দিয়েছিলেন।

প্রতিক্ষণ/এডি/লালন

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G