পরীক্ষার্থীদের কথা চিন্তা করে হরতাল প্রত্যাহার করুন
নিজস্ব প্রতিবেদক ,প্রতিক্ষণ ডটকম
এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের কথা চিন্তা করে পরীক্ষার সময়ে হরতাল-অবরোধের মতো কর্মসূচি প্রত্যাহার করতে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের প্রতি আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ।
শনিবার এক বিবৃতিতে কর্মসূচি প্রত্যাহারের এই আহ্বান জানান রওশন এরশাদ।
বিবৃতিতে তিনি বলেন, ‘শিক্ষার্থীরা দেশের সম্পদ। তারা জাতির উজ্জ্বল ভবিষ্যত। তাদের কথা চিন্তা করে এ ধরনের কর্মসূচি না দিয়ে দেশ ও জাতির মঙ্গল কামনায় সবাইকে এগিয়ে আসতে হবে।’
বিরোধী দলীয় এই নেতা আরও বলেন, ‘হরতাল-অবরোধের সময় এমনিতেই শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে এবং এতে শিক্ষার্থীরা উদ্বিগ্ন রয়েছে।’
পরীক্ষার্থীদের মানসিক অবস্থা বিবেচনা করে হরতল-অবরোধ প্রত্যাহার এবং রাজনৈতিক দলগুলোকে এ সময়ে আরও সহনশীল হওয়ার আহ্বান জানান তিনি।
প্রসঙ্গত, শুক্রবার সন্ধ্যায় জোটের এক বিবৃতিতে রোববার ভোর ৬টা থেকে বুধবার ভোর ৬টা পর্যন্ত সারাদেশে হরতাল পালনের ঘোষণা দেওয়া হয়। তিন দিনের এ হরতালের দ্বিতীয় দিন আগামী সোমবার থেকে দেশের ১০টি শিক্ষা বোর্ডের অধীনে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা। এতে ১৪ লাখ ৭৯ হাজার ২৬৬ জন পরীক্ষার্থী অংশ নেবে।
প্রতিক্ষণ /এডি/গুলজার