পরীক্ষা কেন্দ্রে আগুন
জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম
সিরাজগঞ্জের রায়গঞ্জের আজ থেকে শুরু হতে যাওয়া একটি দাখিল পরীক্ষা কেন্দ্রের অফিস কক্ষে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
এ সময় কক্ষের ভিতরে রাখা একটি ট্রাংকের মধ্যে রক্ষিত ১৪৩ টি উত্তরপত্র পুড়ে গেছে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণ করায় বাকি উত্তরপত্রগুলো রক্ষা পেয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যার পর উপজেলার ধানগড়া ফাজিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মাদ্রাসায় ঢুকে কেন্দ্র সচিবের অফিস কক্ষের একটি জানালা খুলে ফেলে উত্তরপত্র বোঝাই ট্রাংকে পেট্রোল জাতীয় পদার্থ ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায়। এ সময় মাদ্রাসার আবাসিক ভবনে থাকা ছাত্ররা আগুনের ধোয়া দেখতে পেয়ে অফিস কক্ষের তালা খুলে ভিতরে প্রবেশ করে এবং আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনে। দেখা যায় ১৪৩ টি উত্তরপত্র পুড়ে গেছে।
মাদ্রাসা অধ্যক্ষ ও কেন্দ্র সচিব মাওলানা রইছ উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন।
ঘটনাস্থল থেকে মোবাইল ফোনে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল ইসলাম বিশ্বাস জানান, আগুন ধরার বিষয়টি এখনও পরিস্কার হয়নি। তদন্ত চলছে।
হরতালের কারণে দুই দফা পেছানোর পর অবরোধের মধ্যেই আজ শুক্রবার ছুটির দিনে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা।
প্রতিক্ষণ /এডি/জাহেদ