পশ্চিমবঙ্গের স্কুলে বাধ্যতামূলক বাংলা ভাষা
সুদীপ্ত চক্রবর্ত্তী, কলকাতা প্রতিনিধি:
ভারতের পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, ‘রাজ্যের সমস্ত স্কুলে বাংলা পড়ানো বাধ্যতামূলক। ইংরেজি মাধ্যম স্কুলের জন্যও একই নিয়ম। ক্লাস ওয়ান থেকে এই নিয়ম কার্যকর হবে।’
সোমবার রাতে তিনি সাংবাদিকদের একথা বলেন ।
রাজ্যের সমস্ত স্কুলের প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি পড়ুয়াদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই নয়া ভাষা নীতির ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
পার্থ চট্টোপাধ্যায় জানান, ‘মাধ্যম যাই হোক, রাজ্যের সমস্ত স্কুলে পড়াতেই হবে বাংলা৷ সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলেই শুধু নয়, এবার থেকে বেসরকারি, ইংরেজি মাধ্যম স্কুলেও আবশ্যিকভাবে বাংলা ভাষা পড়ানো হবে । এই নির্দেশিকা শীঘ্রই আইন হিসেবে আনবে রাজ্য সরকার ৷’
শিক্ষামন্ত্রী বলেন, প্রথম ভাষা হিসেবে বাংলা বা হিন্দি, ইংরেজি, উর্দু, গুরুমুখী, নেপালি, অলচিকি ভাষা চয়ন করা যাবে । কিন্তু, এই ভাষাগুলো দ্বিতীয় ও তৃতীয় ভাষা হলে সেক্ষেত্রে একটি বাংলা হতে হবে। বাকি ২টি নিজের মতো রাখা যাবে ।
সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শিক্ষাবিদরা । শিক্ষাবিদদের মতে, তামিলনাড়ু, কেরল, কর্ণাটকের মতো রাজ্যে আঞ্চলিক ভাষা যেমন গুরুত্ব পায়, পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও বাংলা ভাষাকে তেমন গুরুত্বপূর্ণ জায়গায় আনতে চাইছে নবান্ন ।
রাজ্য সরকারের নয়া নির্দেশিকার কারণে অনেক শিক্ষা প্রতিষ্ঠানেই তিন ভাষার নিয়ম চালু হয়ে যাবে ৷ কারণ যেসব স্কুলে শুধু ইংরেজি ও হিন্দি ভাষাই পড়ানো হয় সেখানে এবার বাংলা ভাষাও স্থান পাবে ৷
উল্লেখ্য, পশ্চিমবঙ্গ রাজ্যে গত ২৫ বৈশাখ অনেক ইংরেজি মাধ্যম স্কুলেই পালিত হয়নি রবীন্দ্র জয়ন্তী ৷ প্রথম সারির ইংরেজি মাধ্যম স্কুলের পড়ুয়ারা বাঙালি হয়েও সঠিকভাবে বাংলা পড়তে বা বুঝতে পারে না ৷ ভবিষ্যত প্রজন্মকে বাংলা ভাষার সঙ্গে সুপরিচিত করতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শিক্ষা দফতরের এমন সিদ্ধান্ত ৷
প্রতিক্ষণ/এডি/সাই