পাইরেট উইন্ডোজে আপগ্রেড সুবিধা
আইটি ডেস্ক, প্রতিক্ষণ ডট কম
মাইক্রোসফট উইন্ডোজের পাইরেট কপি যারা ব্যবহার করেন তাদের জন্য সুবিধা । উইন্ডোজের নতুন অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১০ এ আপগ্রেড সুবিধা দেয়া হচ্ছে।
পাইরেট এবং লাইসেন্স দুই ধরনের উইন্ডোজেই থাকছে ফ্রি আপগ্রেডিংয়ের সুবিধা।
বৃহস্পতিবার মাইক্রোসফটের পক্ষ থেকে এমন ঘোষণা দেয়া হয় । মাইক্রোসফট জানায়, চীনের বাজার উইন্ডোজের পাইরেট কপিতে সয়লাব। তাই প্রথমে চীনেই পাইরেট কপিগুলোতে উইন্ডোজ ১০ এর ফ্রি আপগ্রেড করার সুবিধা দেয়া হবে। এরপর সারা বিশ্বের পাইরেটেড উইন্ডোজে এ সুবিধা পাবেন ব্যবহারকারীরা।
আমেরিকার প্রযুক্তি বিষয়ক ওয়েব পোর্টাল ‘দ্য ভার্জ’ কে মাইক্রোসফটের একজন মুখপাত্র বলেন, ‘আমরা একটা পদ্ধতি বলে দেব কী করে পাইরেটেড উইন্ডোজকে জেনুইন উইন্ডোজে রূপান্তরিত করা যাবে। উইন্ডোজ স্টোর থেকে ব্যবহারকারীরা তাদের উইন্ডোজকে আপগ্রেড করে নিতে পারবেন।
প্রতিক্ষণ/এডি/রবি