পাইলট রুম্মানের খোঁজ মেলেনি

প্রকাশঃ জুলাই ১, ২০১৫ সময়ঃ ১২:৩০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:০০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

rumanনিখোঁজ বৈমানিক তাহমিদ রুম্মানের খোঁজ পাওয়া যায়নি এখনো। তবে বঙ্গোবসাগরে অনুসন্ধান অব্যাহত রেখেছে নৌবাহিনী, বিমানবাহিনী ও কোস্টগার্ড।

তল্লাশি অব্যাহত থাকলেও বঙ্গোপসাগরে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে নিখোঁজের তিনদিনেও বিমানের খোঁজ মেলেনি। তবে নৌ-বাহিনীর ‘সুরভী’ জাহাজটি সাইড স্কেনার শোনার দিয়ে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে।

কোস্টগার্ড পূর্ব জোনের অতিরিক্ত কমান্ডার এম দূরুল হুদা বলেন, তাহমিদের খোঁজ পাওয়া যায়নি। তবে আমাদের তল্লাশি অব্যাহত রয়েছে।

নৌ-বাহিনীর ‘সুরভী’ বিমানের ধ্বংসাবশেষ অনুসন্ধানে কাজ করছে বলেও জানান তিনি।

গত সোমবার সকাল ১১টার দিকে চট্টগ্রামের পতেঙ্গায় বিমান বাহিনীর জহুরুল হক ঘাঁটি থেকে অভ্যন্তরীণ নিয়মিত উড্ডয়নের অংশ হিসেবে এফ-৭ যুদ্ধবিমানটি উড়াল দেয়।

১১টা ১৪ মিনিটের দিকে বিমানবাহিনীর নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সাড়ে এগারোটার দিকে চট্টগ্রাম বন্দরের বর্হিনোঙ্গরের ব্রাভো অ্যাংকারেজে বঙ্গোপসাগরে প্লেনটি বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া যায়।

বৈমানিক তাহমিদের বাড়ি চট্টগ্রামের আনোয়ারায়। বাবা-মা, ভাইবোনসহ তাহমিদরা ঢাকায় বসবাস করতেন। তাহমিদ চার ভাইবোনের সবার বড়।

প্রতিক্ষণ/এডি/ফাহিম

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G