পাকিস্তানকে ওবামার হুঁশিয়ারি
আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম
আসন্ন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ভারত সফর নিয়ে উদ্বিগ্ন আমেরিকা ৷
এবার পাকিস্তানকে নাশকতামূলক কার্যকলাপ থেকে বিরত থাকার হুঁশিয়ারি স্বয়ং বারাক ওবামার ৷ দু’দিনের ভারত সফর চলাকালীন কোনওরকম সংঘর্ষ বিরতি চুক্তি যাতে লঙ্ঘন না করে পাক রেঞ্জার্স বাহিনী, সে বিষয়েও কড়া বার্তা আমেরিকা প্রশাসনের ৷
উল্লেখ্য, পূর্বতন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের ভারত সফরকালীন ২০০০ সালের ২০ মার্চ জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে জঙ্গি হামলার জেরে ৩৬ জন শিখের মৃত্যু হয়েছিল ৷
আগামী ২৬ জানুয়ারী নয়াদিল্লির প্যারেড গ্রাউন্ডে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বর্তমান রাষ্ট্রপতি বারাক ওবামা ৷ ২৭ জানুয়ারী তাঁর আগ্রার তাজমহল পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে ৷
এর জেরে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার ৷ ১০ হাজার আধা-সামরিক সেনা ও ৮০ হাজার বলিষ্ঠ দিল্লি পুলিশ মোতায়েন করা হচ্ছে ৷ শুধুই পাকিস্তান নয়, আফগানিস্তানকেও কড়া সর্তকতা দিয়েছে মার্কিন প্রশাসন ৷
প্রতিক্ষণ/এডি/মিজান